এসএম মাসুদ রানা, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি- গত বৃহস্পতিবার সকাল ১১:০০ ঘটিকায় দিনাজপুর জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স মাঠে রংপুর রেঞ্জ আন্তঃ জেলা কাবাডি টুর্নামেন্ট-২০২৪ এর শুভ উদ্ধোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়।
শুভ উদ্ধোধনী ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ দিনাজপুরের পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ, পিপিএম। রংপুর রেঞ্জ আন্তঃ জেলা কাবাডি টুর্নামেন্ট-২০২৪ শুভ উদ্ধোধন ম্যাচে দিনাজপুর জেলা পুলিশ দল বনাম লালমনিরহাট জেলা পুলিশ দল অংশগ্রহণ করেন । উক্ত খেলায় লালমনিরহাট জেলা পুলিশ দলকে (৪৩-৪১) পরাজিত করে জেলা পুলিশ দিনাজপুর দল বিজয়ী হন।
উক্ত কাবাডি টুর্নামেন্ট সভাপতিত্ব করেন আব্দুল্লাহ আল মাসুম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), দিনাজপুর। এসময় আরও উপস্থিত ছিলেন মোঃ মমিনুল করিম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), শেখ মোঃ জিন্নাহ আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), মুকুল হোসেন, আরআই, পুলিশ লাইন্স, দিনাজপুরসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.