মোঃ মিজানুর রহমান (কালু): পুঠিয়া থানাধীন পুঠিয়া পৌর অন্তর্গত উত্তর কাঁঠালবাড়ীয়া ভিকটিমের নিজ পৈত্রিক বাড়ীর মূল দরজার দক্ষিন পাশে, মোঃ জালাল উদ্দীন (৬০),পিতাঃ মৃত-আঃ মালেক উদ্দীন,সাং-উত্তর কাঁঠালবাড়ীয়া, থানাঃ পুঠিয়া জেলাঃ রাজশাহী বিগত ২০ থেকে ২৫ বছর পূর্বে তার পৈতৃক সম্পত্তি থেকে বঞ্চিত হাওয়ায় মনের ক্ষোভে দুঃখে স্ত্রী সন্তান নিয়ে ঢাকায় বসবাস করতেন ভিকটিম নেশায় আসক্ত হলে তার স্ত্রী মোছাঃ নুরনাহার বেগম (৪৫) স্বামীকে ডিভোর্স দিয়ে বিদেশ চলে যায়।
তখন থেকে ভিকটিম ভবঘুরের মতো বিভিন্ন জায়গায় ঘুরতো এরোই ধারাবাহিকতায় গত তাং- ১৮/০২/২০২৩ খ্রিঃ তাবলিগ জামাতের সহিত ভিকটিমের পৈতৃক নিবাস উত্তর কাঁঠালবাড়ীয়া জামে মসজিদ থানাঃ পুঠিয়া জেলাঃ রাজশাহীতে আসেন অদ্য তাং-১৯/০২/২০২৪ খ্রিঃ সময় সকাল অনুঃ ১০ঃ৩০ ঘটিকার সময় পার্শ্ববর্তী কাঁঠালবাড়িয়া জামে মসজিদ হইতে তার পিতাঃ মৃত-আঃ মালেক উদ্দীন,সাং-উত্তর কাঁঠালবাড়ীয়া, থানাঃ পুঠিয়া জেলাঃ রাজশাহীর বাড়ীতে আসেন বাড়ির প্রধান দরজা বন্ধ থাকায় দরজার পাশেই বসে থাকেন সেখানে বসে থাকা অবস্থায় বিকাল ১৬ঃ১০ ঘটিকার সময় মৃত্যু বরণ করেন মর্মে জানা যায়। স্থানীয়ভাবে অনুসন্ধানে এবং এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ কে জিজ্ঞাসাবাদে জানায়ায় ভিকটিম পৈতৃক সম্পত্তি থেকে বঞ্চিত হওয়ায় মানষিকভাবে ভেঙ্গে পড়ার কারনে স্টোক করে মৃত্যুবরণ করেছেন মর্মে জানা যায়। ঘটনাস্থলে পুঠিয়া-দূর্গাপুর থানার সার্কেল জনাব মোঃ রাজিবুল ইসলাম স্যার ও পুঠিয়া থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ সাইদুর রহমান পরিদর্শন করেন।