মোঃ রেজাউল করিম, ঈদগাঁও, কক্সবাজার।
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শিক্ষার্থীদের বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করেছে ঈদগাঁও উপজেলা প্রশাসন।
কর্মসূচির মধ্যে রয়েছে রচনা প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি ও চিত্রাংকন। আজ ২০ ফেব্রুয়ারি বিকেলে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে এ প্রতিযোগিতা শুরু হয়েছে ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ে।
ঈদগাঁও উপজেলা প্রশাসন আয়োজিত কবিতা আবৃত্তি প্রতিযোগিতায়
"গ" গ্রুপে বিজয়ীদের হয়েছে ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের সুহাইফা জান্নাত সামিয়া, নওরীন পুষ্প ও নাফিসা তাসনিম ইলমা।
"খ" গ্রুপে একই বিদ্যালয় থেকে বিজয়ী হয়েছে হুমাইরা ইয়াছমিন ও অর্ণব পাল।
প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার্থীদের জন্য উন্মুক্তভাবে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়' । এছাড়া ২১ ফেব্রুয়ারি সকালে ঈদগাঁও বাজারের কেন্দ্রীয় শহীদ মিনারে 'চিত্রাঙ্কন' প্রতিযোগিতা। ও ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হবে ।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.