এম এস সজীবঃ বরগুনার আমতলী পৌরসভা নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের দায়ে ২৫ হাজার টাকা জরিমানা দিয়েছেন হ্যাঙ্গার প্রতীকের মেয়রপ্রার্থী নাজমুল আহসান খান নান্নু।
নির্বাচনী মিছিল নিয়ে যাওয়ার সময় এ জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) রাতে বরগুনার আমতলী উপজেলা পরিষদ চত্বরে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আব্দুল্লাহ আল মামুন জরিমানা আদায় করেন।
তিনি জানান, আমতলী পৌরসভা ৩ নম্বর ওয়ার্ডে রাতে হ্যাঙ্গার মার্কার সমর্থক ও কর্মীরা শোডাউন করছে এমন তথ্যের ভিত্তিতে গিয়ে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
পৌরসভা নির্বাচন আচরণ বিধিমালা ২০১৫ এর বিধি ১১(২) ধারা লঙ্ঘিত করার প্রমাণ মিললে হ্যাঙ্গার প্রতীকের পক্ষে মো. তালহা তাজবিন নামের এক যুবককে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.