জাকির হোসেন সুমন,ব্যাুরো প্রধান ইউরোপঃ ইউরোপের দেশ অস্ট্রিয়ার ভিয়েনাস্থ ২০ নাম্বার ডিষ্ট্রিকে বাংলাদেশ-অষ্ট্রিয়া সমিতির কার্যালয়ে মুন্সীগঞ্জ-বিক্রমপুর সমিতির এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়। এ বিশেষ সভায় সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জ-বিক্রমপুর সমিতির বর্তমান সভাপতি নয়ন হোসেন, সভা পরিচালনা করেন সাধারন সম্পাদক দ্বীপ সরকার। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অষ্ট্রিয়া আওয়ামীলীগের সংগ্রামী সাধারন সম্পাদক মিজানুর রহমান শ্যামল, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ-অষ্ট্রিয়া সমিতির সাধারন সম্পাদক কামাল হোসেন। সভায় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ-অষ্ট্রিয়া সমিতির সাবেক সাধারন সম্পাদক জনাব মুরাদ কুরাইশি আশিক, আমিনুল ইসলাম, জনাব মোঃ মনির হোসেন, হাবিবুর রহমান, অষ্ট্রিয়া আওয়ামীলীগের সহ-সভাপতি বিল্লাল হোসেন, রঘু রায়, শাহিন হোসেন, তোফাজ্জল হোসেন, মিঠু চন্দ্র সরকার প্রমুখ। এ বিশেষ সভায় প্রথমাংশে সমিতির গত এক বছরের আয়-ব্যয়ের রিপোর্ট উপস্থাপন করেন অডিট কমিটির প্রধান মোঃ মনির হোসেন। এ রিপোর্টের চুলচেরা বিশ্লেষণ করে সভায় তা উপস্থিত সদস্যবৃন্দ তা অনুমোদন দান করেন। সভার প্রধান অতিথি জনাব মিজানুর রহমান শ্যামল তার বক্তব্যে প্রবাসে মুন্সীগঞ্জ-বিক্রমপুর বাসীর বৃহত্তর কল্যাণে সমিতির কর্মকর্তাদের আরো দায়িত্বশীল ভূমিকার উপর গুরুত্বারোপ করেন। তিনি দলমত নির্বিশেষে মুন্সীগঞ্জ-বিক্রমপুর বাসীদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।
সভার দ্বিতীয় পর্যায়ে উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে মুন্সীগঞ্জ-বিক্রমপুর সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ মনির হোসেনকে সভাপতি ও তরুন ও উদ্যমী সংগঠক শাহীন হোসেনকে সাধারন সম্পাদক মনোনীত করে ১ বছরের জন্য ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। উপস্থিত মুন্সীগঞ্জ-বিক্রমপুরবাসী সকলে নতুন কমিটিকে স্বাগত জানান। সভার প্রধান ও বিশেষ অতিথিদ্বয় ফুল দিয়ে নতুন কমিটির নেতৃবৃন্দদের বরন করে নেন। পরে নৈশভোজের মধ্য দিয়ে সভার কার্যক্রম সমাপ্ত করা হয়।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.