রনি মিয়া,স্টাফ রিপোর্টারঃ সুনামগঞ্জ জেলার জগন্নাথপুরে ২৫ বস্তা ভারতীয় পেঁয়াজসহ শংকর রায় (৩৮)কে আটকসহ একটি ছোট ট্রাক জব্দ করেছে জগন্নাথপুর থানা পুলিশ।
শুক্রবার (১লা মার্চ) জগন্নাথপুর থানার উপপরিদর্শক (এসআই) সাইফুদ্দিন ভূঁইয়া বাদী হয়ে এই ব্যবসারীর বিরুদ্ধে মামলা দায়ের করেন, পরে আসামীকে সুনামগঞ্জ আদালতে প্রেরন করা হলে আদালত তাকে জেল হাজতে পাঠান।
জানাযায়, আটককৃত শংকর রায় (৩৮) হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার পানি উমদা ইউনিয়নের খাগাউড়া গ্রামের মৃত ধীরেন্দ্র রায়ের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, গত বৃহস্পতিবার রাতে জগন্নাথপুর সদরের নদীর পাড় এলাকা থেকে সরকারি শুল্ক কর ফাঁকি দেওয়া ভারতীয় পেঁয়াজ বোঝাই একটি মিনি ট্রাকটি আটক করা হয়। ওই ট্রাকে ২৫ বস্তায় এক হাজার কেজি পেঁয়াজ ছিল।
পরে ওই পেঁয়াজের মালিক শংকরকে গ্রেপ্তার করা হয়। শংকর দীর্ঘ দিন ধরে জগন্নাথপুর বাজারে ভূষিমালের ব্যবসার আড়ালে চোরাচালানের সঙ্গে জড়িত রয়েছে, ভারতীয় চিনিসহ তাকে আরেকবার গ্রেফতার করা হয়েছিল।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.