সুজন আলী, রানীশংকৈল প্রতিনিধিঃ প্রতিষ্ঠার প্রায় ২০ বছর পর প্রথমবারের মতো নিজস্ব জমিতে আধুনিক দৃষ্টিনন্দন ভবন পেতে যাচ্ছে রানীশংকৈল পৌরসভা।
রবিবার (৩ মার্চ) সকালে পৌরশহরের শান্তিপুর এলাকায় নিজস্ব জমিতে এই পৌর ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য হাফিজউদ্দিন আহম্মেদ। পৌর মেয়র মোস্তাফিজুর রহমান ।
আত্যাধুনিক পৌর ভবনের নির্মাণ কাজ বাস্তবায়ন করছে নন্দন কনস্ট্রাকশন ঠাকুরগাঁও। পৌর ভবনটি নির্মাণে সময় লাগবে দেড় থেকে দুই বছর।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে ৬ কোটি ৯১ লক্ষ টাকা ব্যয়ে ৬৬ শতাংশ জমির ওপর আত্যাধুনিক ৩ তলা বিশিষ্ট এ পৌর ভবন বাস্তবায়ন হলে পুরোপুরিই বদলে যাবে রানীশংকৈল পৌর নগরীর চেহারা। ভবনের সবগুলো ফ্লোরে পৌরসভার নাগরিক সেবা সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তর থাকবে। ইতোমধ্যে নতুন পৌর ভবনটির নকশা দৃশ্যমান করেছেন পৌর কৃতপক্ষ
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতি হিসাবে স্বাগত বক্তব্য রাখেন,পৌরমেয়র মোস্তাফিজুর রহমান। প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন, সংসদ সদস্য হাফিজউদ্দিন আহম্মেদ। গেস্ট অব অনার হিসাবে বক্তব্য দেন, সাবেক সংসদ সদস্য ও জেলা আ'লীগ সহ সভাপতি সেলিনা জাহান লিটা।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, ইউএনও রকিবুল হাসান,অতিরিক্ত পুলিশ সুপার সার্কেল রেজাউল হক, উপজেলা আ.লীগ সভাপতি অধ্যাপক সইদুল হক, সাধারণ সম্পাদক তাজউদ্দিন আহমেদ, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা, সহকারী শিক্ষা কর্মকর্তা রবিউল ইসলাম সবুজ, উপজেলা এলজিইডি প্রকৌশলী আনিসুর রহমান। আরো বক্তব্য রাখেন প্যানেল মেয়র মতিউর রহমান, সাবেক মেয়র আলমগীর সরকার,ইউপি চেয়ারম্যান মতিউর রহমান মতি, সাবেক মেয়র মকলেসুর রহমান,পৌর আ.লীগ সভাপতি জাহাঙ্গীর আলম,জাতীয় পার্টির যুগ্ন আহবায়ক আবু তাহের, প্রেসক্লাব সভাপতি মোবারক আলী, সহ সভাপতি ও দৈনিক কালবেলা প্রতিনিধি হুমায়ুন কবির প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরকারি বিভিন্ন দপ্তরে কর্মকর্তা, জনপ্রতিনিধি রাজনৈতিক নেতা, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, রাজনৈতিক- সামাজিক -সাংস্কৃতিক ব্যক্তি,পৌর কাউন্সিলরবৃন্দ, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন অধ্যাপক প্রশান্ত বসাক,
উল্লেখ্য, ২০০৪ সালে রানীশংকৈল পৌরসভা প্রতিষ্ঠা হয়। প্রতিষ্ঠার পর থেকেই ভাড়া করা ভবনে পৌরসভার কার্যক্রম পরিচালনা করে আসছিল।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.