মোঃ সাহিদুল ইসলাম, নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারীর ডোমারে উপজেলা পর্যায়ে সিএটি এসেসমেন্ট এন্ড মনিটরিং অ্যাপসের ‘ই-টুলকিট এন্ড ই-লার্নিং’ এর উপর স্বাস্থ্য বিভাগ সংশ্লিষ্টদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে আজ।
রবিবার (৩রা মার্চ) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্য শিক্ষা ব্যুরো ও লাইফস্টাইল, হেলথ এডুকেশন এন্ড প্রমোশনের আয়োজনে এবং নীলফামারী সিভিল সার্জন অফিসের বাস্তবায়নে প্রশিক্ষণটি অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন—ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (ডিজিজ কন্ট্রোল) ডাঃ মোঃ কামরুল হাসান নোবেল, স্বাস্থ্য পরিদর্শক (ইনচার্জ) ও স্যানিটারি ইন্সপেক্টর মোঃ আল-আমিন রহমান, পরিসংখ্যানবিদ লায়লা ইয়াসমিন চৌধুরী প্রমুখ সহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.