শেখ মারুফ হোসেন,সাতক্ষীরা,কালিগঞ্জ প্রতিনিধিঃ কালিগঞ্জের ঘোজাডাঙায় জনকল্যাণ সংস্থার আয়োজনে এডভোকেসি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ৩ই-মার্চ-২০২৪ রবিবার বিকাল ৪টায় কালিগঞ্জের ৫নাং কুশলিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের ঘোজাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠ প্রাঙ্গনে। এ সময় জনকল্যাণ সংস্থা আয়োজিত এডভোকেন্সি কর্মশালার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সাইক মেহেদী,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান নাজমুল আহসান,অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন জনকল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক শাহিদা পারভীন এবং সঞ্চালনায় ছিলেন জনকল্যাণ সংস্থার প্রধান সমন্বয়ক, মারুফ হাসান। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন শরীফ তেলাওয়াত করেন হাফেজ মনিরুল ইসলাম, পবিত্র গীতা থেকে পাঠ করেন স্বপন শর্মা স্বপন শর্মা। এ সময় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি সাঈদ মেহেদী তার বক্তব্যে জনকল্যাণ সংস্থাকে সাধুবাদ জানিয়ে বলেন জনকল্যাণ সংস্থা সব সময় প্রান্তিক জনগোষ্ঠী, জলবায়ু ও মানুষের অধিকার আদায়ের জন্য সুনামের সাথে কাজ করে যাচ্ছে। সাথে সাথে তিনি তার বক্তব্যে আরও বলেন, অবহেলিত ঘোজাডাঙ্গার মানুষের সু-চিকিৎসার নিশ্চিত করার জন্য একটি কমিউনিটি ক্লিনিক খুবই প্রয়োজন এজন্য তিনি ঘোষণা দিয়ে বলেন ঘোজাডাঙায় কমিটি ক্লিনিক স্থাপনের জন্য সর্বাত্মক চেষ্টা দিয়ে কাজ করে যাবেন, এবং যতক্ষণ পর্যন্ত কমিউনিটি ক্লিনিক স্থাপন না হবে ততদিন পর্যন্ত একজন ডাক্তার সেখানে উপস্থিত থাকবে এবং ঘোজাডাঙার মানুষের চিকিৎসা সেবা দেওয়ার জন্য, তাছাড়াও তিনি ব্যক্তিগতভাবে কমিউনিটি ক্লিনিকের কাজ শুরুর জন্য আর্থিক সহযোগিতার করবেন।জনকল্যাণ সংস্থা এত সুন্দর একটি প্রোগ্রাম করার জন্য ঘোজাডাঙ্গার প্রান্তিক ও অসহায় মানুষ গুলো জনকল্যাণ সংস্থার কে ধন্যবাদ জানিয়েছেন।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.