মুশফিক হাওলাদার,বিশেষ প্রতিনিধিঃ ভোলার লালমোহনে পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ( ০৫ মার্চ) সকালে লালমোহন উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে বাজারের সব শ্রেণির ব্যবসায়ীদের সঙ্গে রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ বিষয়ক মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তৌহিদুল ইসলাম ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, পবিত্র মাহে রমজানে দ্রব্যমূল্য নিয়ে কোনো প্রকার কারসাজি করা না হয়, সে বিষয়ে আমাদেরকে সতর্ক থাকতে হবে এবং দ্রব্যমূল্য নিয়ে কোনো কারসাজি হলে তথ্য দিয়ে উপজেলা প্রশাসনকে সার্বিক সহযোগিতা করতে হবে।
এসময় লালমোহন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াসউদ্দিন আহমদ, ওসি এসএম মাহবুব উল আলম, ভাইস চেয়ারম্যান মাসুমা বেগম, লালমোহন বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আলী আহম্মদ মিয়াসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সাংবাদিক ও রাজনৈতিক-সামজিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.