উপজেলা প্রতিনিধি,মোঃ মিজানুর রহমান কালুঃ রাজশাহীর দুর্গাপুরে মোটরসাইকেলে করে পরীক্ষাকেন্দ্রে যাওয়ার সময় ট্রাকচাপায় এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে,এ সময় আরেক পরীক্ষার্থী আহত হয়।
(৬ মার্চ) বুধবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার আনোলিয়া প্রাইমারি স্কুল মোড়ে এ দুর্ঘটনা ঘটে, তারা এসএসসি পরীক্ষা দেওয়ার উদ্দেশ্যে উপজেলার দাওকান্দি পরীক্ষাকেন্দ্রে যাচ্ছিল।
নিহত পরীক্ষার্থীর নাম শাহরিয়ার নাফিজ (১৭) দুর্ঘটনায় গুরুতর আহত সহপাঠী মাহফুজ হাসানকে (১৭) রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হয়েছে।
নিহত শাহরিয়ার নাফিজের বাবা আব্দুল ওয়াহেদ ও আহত মাহফুজ হাসানের বাবার নাম নান্টু মিয়া, তাদের দুজনেরই বাড়ি উপজেলার পালশা গ্রামে,বিষয়টি নিশ্চিত করেছেন পালশা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত মন্ডল।
প্রধান শিক্ষক সুব্রত মন্ডল জানান, নাফিস ও মাহফুজ তারা প্রতিবেশী, তারা দুজনই আমার বিদ্যালয়ের ছাত্র ছিলেন,তাদের আজ ভূগোল ও পরিবেশ বিষয়ে পরীক্ষা ছিল, পরীক্ষার উদ্দেশ্য সকালে কেন্দ্রে যেতে মোটরসাইকেলে দুজনে
বাহির হোন,যাওয়ার পথে আনোলিয়া গ্রামের প্রাইমারী স্কুল সংলগ্ন মোড়ে একটি ইটের খামালে তাদের মোটরসাইকেল ধাক্কা লাগে,এ সময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির চলন্ত ট্রাক তাদের চাপা দেয়,ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক শাহরিয়ার নাফিস মারা যান,অপর দিকে মাহফুজ হাসানকে গুরুতর অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতানে নেওয়া হয়েছে।
দুর্গাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) নাসির হোসেন বলেন, আমরা প্রাথমিক ভাবে ধারনা করছি রাস্তায় পাশে ইট থাকার কারণে তারা সাইড নিতে পারে নি,ফলে ওই দুই শিক্ষার্থী ট্রাকের নিচে চাপা পড়ে, তবে একজন ঘটনাস্থলে মারা গেলেও আরেকজনকে হাসপাতালে নেওয়া হয়েছে।
দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খায়রুল ইসলাম বলেন, ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে এক পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে ও আহত পরীক্ষার্থীকে রামেক হাসপাতালে নেওয়া হয়েছে,ট্রাকটি আটক করা হয়েছে,এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.