মোঃ খলিলুর রহমান,সাতক্ষীরাঃ জেলা ইজতেমার সকল প্রস্তুতি সম্পন্ন দ্বীনি শিক্ষা মহান আল্লাহ নৈকট্য লাভের আশায় দেশের অগ্রগতি ও শান্তি কামনায় জেলা ইজতেমায় অংশ নেবেন হাজারো মানুষ। আজ বৃহস্পতিবার (৭ মার্চ ) সাতক্ষীরা বাঁকাল স্কুল মাঠে ফজরের নামাজের পর আমবয়ানের মধ্য দিয়ে শুরু হবে জেলা ইজতেমা। ৭,৮,৯ সাতক্ষীরা পৌর এলাকায় (৩ দিন ব্যাপী) জেলা ইজতেমা অনুষ্ঠিত হবে।
ইজতেমায় প্রথম দিনে ফজরের নামাজে ইমামতি করবেন হাফেজ মাওলানা মো. রফিকুল ইসলাম। নামাজ আদায় করার পর বায়ান করবেন ঢাকার মুরব্বি। বায়ান শেষে তজবিহ ,কুরআন তেলাওয়াত , তালিম করা হবে।
হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লিদের সেখানে ওজুয, গোসল ও থাকার জায়গা ব্যবস্থা করা হয়েছে। সেখানে ধর্মপ্রাণ মুসল্লিরা পবিত্র জুম্মার নামাজ আদায় করবেন। মুসলিম উম্মাহর ঐক্য শান্তি দেশের অগ্রগতি ও শান্তি কামনা করে সকলের জন্য দোয়া ও মোনাজাত করা হবে।
৭,৮,৯- মার্চ তিন দিন ব্যাপী জেলা ইজতেমায় প্রথম দিনে জেরার বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার মানুষ আসতে শুরু করেছে বিশেষ করে জুম্মার দিন প্রায় ২০ থেকে ৩০ হাজার ধর্মপ্রাণ মানুষের আগমন হতে পারে। মহান আল্লাহ তাআলার নৈকট্য লাভ ও দ্বীনের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য ইজতেমার আয়োজন করা হয়েছে। বিভিন্ন জেলা থেকে ধর্মপ্রাণ মুসল্লিরা সমবেত হচ্ছে সাতক্ষীরা জেলা ইজতেমায়।(৯ মার্চ) শনিবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে জেলা ইজতেমার এ পর্ব সমাপ্ত করা হবে।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.