স্বপন কুমার রায়,খুলনা ব্যুরো প্রধানঃ উৎসব মুখর পরিবেশে ও ধর্মীয় ভাবগম্ভীযের মধ্যদিয়ে বাজুয়া খুটাখালী আয্যহরি সভা অঙ্গনে ৪৪ তম বর্ষীয় ৫৬ প্রহরব্যাপী মহানাম যজ্ঞ ২মার্চ ২০২৪ শনিবার সন্ধ্যায় মহানাম যজ্ঞের মঙ্গল ঘট স্হাপন পরের দিন ১৯ ফাল্গুন ইংরাজী ৩ মার্চ রবিবার প্রত্যুষ কাল থেকে অবিরাম মহা নাম সংকির্তন চলতে থাকবে এবং ২৬ ফাল্গুন রবিবার প্রত্যুষে মহানাম সমাপন ও নগর প্ররিক্রমা। , নামযজ্ঞ উপলক্ষে বানীশন্তা-লাউডোব "বারিধারা সেবাসংঘ ৩ মার্চ রবিবার থেকে আর্য্যহরিসভা মন্দির প্রাঙ্গনে মহানামযজ্ঞে আর্ত প্রীড়িত,তৃষিত ভক্তের মাঝে জল দান করে চলেছেন।প্রতি বছরের
মতো এবারেও প্রথম দিন থেকে সংঘের সভাপতি
বিমালেন্দ্রু বিশ্বাসের পরিচালনায় একদল ভক্ত তরুন তরুনী অবিরাম অক্লান্ত প্ররিশ্রম করে কৃষ্ণ ভক্তের মাঝে ৭ বছর ধরে বারিধারা সেবা সংঘ উপজেলার বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে জল দান কার্যক্রম পরিচালনা করে আসছে।এই কার্যকমে রয়েছেন,প্রশান্ত রায়,বিকাশ মন্ডল,কাজল মন্ডল,নিরন্জন রায়,ঝন্দা মন্ডল,বিউটি দত্ত,জয়ী রায় (মেঘা)প্রবিত্র কয়াল,লাবনী রায় বিষ্নু পদ রায়,সহ আরো অনেকে।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.