মোঃ কামাল হোসেন খাঁন,মেহেরপুর জেলা প্রতিনিধিঃ মেহেরপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের দরবেশপুর শাখার নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের শপথ গ্রহণ ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে আটটায় বারাদী বাজারে শপথ গ্রহণ ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়। নবনির্বাচিত পরিষদের সভাপতি সাইদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোমিনুল ইসলাম মোমিন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আহসান হাবীব সোনা, সাধারণ সম্পাদক মতিয়ার রহমান, বারাদী পুলিশ ক্যাম্প ইনচার্জ এসআই দেবাশীষ অধিকারী। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সাংবাদিক এসআই বাবু। নবনির্বাচিত সদস্যদের শপথ বাক্য পাঠ করান মেহেরপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আহসান হাবীব সোনা পরে নির্বাচিত সদস্যদের ফুল দিয়ে বরণ করা হয়। উল্লেখ্য গত ২৬ ডিসেম্বর ২০২৩ ইং তারিখে দরবেশপুর শাখার নির্বাচন অনুষ্ঠিত হয় এবং বিনা প্রতিদ্বন্দ্বীতায় সকলেই নির্বাচিত হন। নবগঠিত কমিটির সভাপতি সাইদুর রহমান কার্য সভাপতি ইলিয়াস হোসেন, সহ-সভাপতি আফারুল ইসলাম ডাবলু সাধারণ সম্পাদক মোহাম্মদ আজম যুগ্ম সাধারণ সম্পাদক আলতাফ হোসেন সহ-সাধারণ সম্পাদক মিজান আলী সাংগঠনিক সম্পাদক আজমত আলী সহ সংগঠনিক সম্পাদক ফারুক হোসেন শ্রমিক কল্যাণ বিষয়ক সম্পাদক মনিরুল ইসলাম অর্থ সম্পাদক আলমগীর কবির জয়নাল প্রচার সম্পাদক আনারুল ইসলাম লাইন সম্পাদক রফিকুল ইসলাম সদস্য আলামিন, কাসেম আলী, টিপু সুলতান নির্বাচিত হন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বারাদী বাজার কমিটির সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান পন্ডিত।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.