জাহাঙ্গীর খাঁন,সিনিয়র স্টাফ রিপোর্টারঃ জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত আন্তঃ কলেজ ক্রীড়া প্রতিযোগিতা ২০২৪ অনুষ্ঠিত হয়। জেলা পর্যায়ের খেলায় চ্যাম্পিয়ন হয়ে খুলনা বিভাগীয় পর্যায়ে কুষ্টিয়া জেলার প্রতিনিধিত্ব করে জেলার ঐতিহ্যবাহী কুমারখালী সরকারি কলেজ।গত ৮ই মার্চ (শুক্রবার)দুপুর ২ টায় খুলনা বিএল সরকারি কলেজ মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়। কাবাডি খেলায় কুমারখালী সরকারি কলেজের প্রতিপক্ষ দল ছিলো মেহেরপুর জেলার মেহেরপুর সরকারি কলেজ।
তুমুল প্রতিদ্বন্দ্বিতা মূলক এই খেলায় ৬/৩৬ পয়েন্ট নিয়ে বিজয় লাভ করে কুষ্টিয়া জেলার কুমারখালী সরকারি কলেজ। এই খেলার মধ্যে দিয়ে বিভাগী চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে কুষ্টিয়া জেলাকে এগিয়ে নিলো কুমারখালী সরকারি কলেজ। এই জয়ের পেছন অক্লান্ত পরিশ্রম করে নেতৃত্বে দিয়েছেন কুমারখালী সরকারি কলেজের ক্রিড়া শিক্ষক চঞ্চল কুমার কর্মকার। এদিকে বিভাগীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করায় কুমারখালী সরকারি কলেজের কাবাডি টিমকে অভিনন্দন জানিয়েছেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোল্লা মোহাম্মদ রুহুল আমিন।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.