পঞ্চগড়ঃ রমজানের ১ মাসের বেতনের সম-পরিমাণ ঈদ বোনাস প্রদান , ঈদের ৭ দিন পুূবেই বোনাস প্রদান ও শ্রম আইন বাস্তবায়ন করার দাবীতে মানববন্ধন কর্মসুচী পালন করেছে পঞ্চগড়ের হোটেল ও রেস্টুরেন্ট শ্রমিক।
আজ রোববার (১০ মার্চ) দুপুরে পঞ্চগড় শহরের চৌরঙ্গী মোড়ে ঢাকা-পঞ্চগড় মহাসড়কে পঞ্চগড় জেলা হোটেল ও রেস্টুরেন্ট শ্রমিকগন এ মানববন্ধন কর্মসুচী পালন করে।
এসময় বক্তব্য রাখেন, পঞ্চগড় হোটেল ও রেস্টুরেন্ট শ্রমিক ইউনিয়নের সভাপতি আশরাফুল ইসলাম,সাধারণ সম্পাদক মো: আইনুল হকসহ শ্রমিক নেতারা।
বক্তারা বলেন,পঞ্চগড় জেলায় প্রায় ১ হাজার ৮ শত শ্রমিক তাদের পরিবার পরিজন নিয়ে অনাহারে ও বিনা চিকিৎসায় মারা যাচ্ছে।
যারা চাকরিতে নিয়োজিত তাদের আসন্ন রমজানে আরেক দফা শ্রমিক ছাটাই করা হলে এই শ্রমিকরা কথায় যাবে।
তারা বলেন,রমজানের অজুহাতে বেতন ও উৎসব ভাতা প্রদান ব্যতিত শ্রমিক ছাটাই বন্ধ করতে হবে। জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভার সিন্ধান্ত বাস্তবায়ন করতে হবে। বাৎসরিক বোনাস দুই ঈদ ও পুজোর এক মাসের বেতনের সমপরিমান বোনাস দিতে হবে।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.