আতাউর রহমান তুহিন,কয়রা,খুলনা প্রতিনিধিঃ বারবার প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত খুলনার সুন্দরবনের তীরবর্তী উপকূলীয় উপজেলা কয়রার জনপদ। অনেকেই ঘুরে দাঁড়াতে না পেরে খেয়ে না খেয়ে অতি কষ্টে দিনতিপাত করছেন। কেউ ছেড়েছেন ভিটে বাড়ি। সামাজিক দায়বদ্ধতা থেকে । এমনি হতদরিদ্র অবহেলিত ৫০ টি পরিবারকে বুয়েট ৮৬ ব্যাচের অর্থায়নে ও স্বেচ্ছাসেবী সংগঠন ডু সামথিং ফাউন্ডেশন এর সার্বিক ব্যবস্থাপনায় এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
রোববার (১০ মার্চ) বিকেল সাড়ে ৩টায় কয়রার গ্রাজুয়েটস্ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে ৫০ জন দুস্থ মানুষের মাঝে রমজান উপলক্ষে ইফতার ও সেহেরীর খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এসময় প্রতি জনকে ৫০ কেজি চাল, ৫ কেজি আলু, দুই কেজি লবণ, দুই কেজি পেঁয়াজ, ১ কেজি খেজুর, এক কেজি ডাল, এক কেজি চিনি, এক কেজি ছোলা, এক কেজি মুড়ি, এক লিটার সয়াবিন তৈল এবং ১ কেজি সেমাই প্রদান করা হয়। কয়রা উপজেলার বিভিন্ন গ্রাম থেকে বাছাইকৃত ৫০ জন হতদরিদ্র মানুষ এই স্বল্প খাদ্যসামগ্রী পেয়ে বেজায় খুশি হন।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.