এস এম মাসুদ রানা,দিনাজপুর প্রতিনিধিঃ রবিবার (১০ মার্চ) সকাল ১১ টায় দিনাজপুর পুলিশ সুপারের কার্যালয়ে জেলা পুলিশসহ বিভিন্ন ইউনিটের পুলিশ সুপার মহোদয়কে রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) প্রাপ্তিতে বর্ণাঢ্যভাবে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
পুলিশ সপ্তাহ ২০২৪" গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সততা ও শৃঙ্খলামূলক আচরণের মাধ্যমে প্রশংসনীয় অবদান ও সাহসিকতাপূর্ণ কাজের স্বীকৃতি স্বরূপ রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পদকে ভূষিত হয়েছেন দিনাজপুর জেলার সন্মানিত পুলিশ সুপার জনাব শাহ ইফতেখার আহমেদ, পিপিএম (বার) মহোদয়।
এসময় উপস্থিত ছিলেন জনাব মোঃ মমিনুল করিম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), জনাব মোঃ আব্দুল্লাহ-আল-মাসুম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), জনাব সিফাত-ই-রাব্বান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি),জনাব মোঃ মোসফেকুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক এন্ড এস্টেট) সহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যবৃন্দ।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2025 আলোচিত কণ্ঠ. All rights reserved.