জেলা প্রতিনিধি বাগেরহাটঃ “সেবার ব্রতে চাকুরি” এই শ্লোগানে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের লক্ষ্যে বাগেরহাট পুলিশ লাইন্স মাঠে চাকুরি প্রার্থীদের প্রিলিমিনারি স্ক্রিনিং এ যোগ্য প্রার্থীগণদের মধ্য থেকে ২০০ মিটার দৌড়, পুশ-আপ, লং-জাম্প, হাই-জাম্প (২য় দিনের কার্যক্রম) পরীক্ষা অনুষ্ঠিত।
আজ ১০ মার্চ ২০২৪ খ্রিঃ বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের লক্ষ্যে সকাল ০৮:০০ ঘটিকা থেকে বাগেরহাট পুলিশ লাইন্স মাঠে অত্র জেলার প্রিলিমিনারি স্ক্রিনিং-এ বাছাইকৃত যোগ্য প্রার্থীগণদের মধ্য থেকে ২০০ মিটার দৌড়, পুশ-আপ, লং-জাম্প, হাই-জাম্প (২য় দিনের কার্যক্রম)পরীক্ষা সম্পন্ন হয়েছে।
দৌড়, পুশ-আপ, লং-জাম্প, হাই-জাম্প পরীক্ষায় নিয়োগ বোর্ডের সভাপতি হিসাবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব আবুল হাসনাত খান, পিপিএম মহোদয়।
এছাড়াও বোর্ডের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন জনাব সাদিয়া আফরোজ, অতিরিক্ত পুলিশ সুপার (অ্যাডমিন অ্যান্ড ফিনান্স ), রেঞ্জ ডিআজি’র কার্যালয়, খুলনা ও জনাব এসএম জামিল আহমেদ, সহকারী পুলিশ সুপার, দেবহাটা সার্কেল (অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), সাতক্ষীরা। নিয়োগ বোর্ডে সহযোগিতা করেন জনাব ডা: পার্শা সানজানা, সহকারী সার্জন, ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল, বাগেরহাট ও জনাব ডাঃ মোঃ মঞ্জুরুল হাওলাদার, মেডিকেল অফিসার, পুলিশ হাসপাতাল, বাগেরহাট।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.