রাকিব হোসেন,ঢাকাঃ রমজানের প্রথম দিনে দুপুরের পর থেকে চকবাজারের ইফতার মার্কেটে দোকান খোলা শুরু করেন ব্যবসায়ীরা। তবে ক্রেতা বাড়তে শুরু করে বিকেল থেকে। রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ক্রেতারা ভিড় করছেন রোজার বাহারি ইফতার সামগ্রী কিনতে।
মঙ্গলবার পুরান ঢাকার চকবাজারের শাহী জামে মসজিদের সামনের ঐতিহ্যবাহী ইফতার বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।
বেশিরভাগ ইফতার সামগ্রীর দামে গতবারের তুলনায় খুব বেশি পার্থক্য না থাকায় ক্রেতাদের মধ্যে অসন্তষ্টি দেখা যায়নি। ব্যবসায়ীদের দাবি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারনে বাজারেও ইফতারের বেশিরভাগ পণ্যে দাম বাড়াননি তারা।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, চক-সার্কুলার সড়কে রোজার প্রথম দিনে সারি সারি ইফতার সামগ্রীর দোকান বসানো হয়েছে। অধিকাংশই অস্থায়ী দোকান। দোকানগুলোতে বিক্রি হচ্ছে- সুতি কাবাব, জালি কাবাব, মুঠি জালি কাবাব, নারগিস চাপ, টিকা কাবাব, শাহী জিলাপি ও বোম্বে জিলাপি, ডিম চপ, রোস্ট, লাবাং, পরোটা, ছোলা, পিঁয়াজু, আলুর চপ, বেগুনি, ফালুদা, বড় বাপের পোলায় খায়সহ নানা ধরনের খাবার।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.