এস এম মাসুদ রানা,বিরামপুর,দিনাজপুর প্রতিনিধিঃ "সুখে ভরবে আগামীর দিন, পেনশন হবে সর্বজনীন" স্লোগানে প্রধানমন্ত্রীর অঙ্গীকার বাস্তবায়নে দিনাজপুরের বিরামপুর উপজেলায় সর্বজনীন পেনশন স্কিমের নিবন্ধন হেল্প ডেক্স এর কার্যক্রম পরিদর্শনে আসেন, দিনাজপুর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (তথ্য ও আইসিটি) নুরে আলম সিদ্দিকী।
বুধবার (১৩ ই মার্চ) সকালে বিরামপুর উপজেলার ১ নং মুকুন্দপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে সর্বজনীন পেনশন স্কিম নিবন্ধন হেল্প ডেক্স এর কার্যক্রম পরিদর্শন করেন, অতিরিক্ত জেলা প্রশাসক (তথ্য ও আইসিটি) নুরে আলম সিদ্দিকী।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুজহাত তাসনীম আওনের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ ও ইউপি সদস্যগণ ও বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ ও সংবাদকর্মীরা।
এরপরে সর্বজনীন পেনশন স্কিমের নিবন্ধন সম্পর্কে সর্বস্তরের মানুষের মাঝে আগ্রহ সৃষ্টির লক্ষ্যে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ কমপ্লেক্স হলরুমে জনঅবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সুধীজন। বিরামপুর উপজেলা চত্বরে দিনভর সর্বজনীন পেনশন স্কিম নিবন্ধন হেল্প ডেক্স এর কার্যক্রম চলমান রয়েছে, এখানে বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিবর্গ সর্বজনীন পেনশন স্কিম নিবন্ধনে অংশগ্রহণ করছে।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.