জাকির হোসেন সুমন,ব্যাুরো প্রধান ইউরোপঃ চলছে মুসলমানদের সিয়াম সাধনার মাস রমজান , রমজান মাস শেষে আসছে খুশির ঈদ। ঈদকে সামনে রেখে ইতালি প্রবাসী বাংলাদেশীদের শুরু হয়েছে কেনাকাটা।
প্রতি বছর ঈদের আগেই শুরু হয়ে যায় ছোট বড় সকলের নানা ডিজাইনের পোশাক কেনা কাটা। প্রবাসের কর্মব্যস্ত জীবনে রমজানের শুরু থেকেই ঈদের কেনাকাটা শুরু হয়ে যায় প্রবাসী বাংলাদেশীদের।
ইতালির ভেনিসে বাংলাদেশী মালিকানাধীন সবচে বড় দোকান ইশা বুটিক । ঈদকে সামনে রেখে ছোট ও বড়দের নানা ডিজাইনের পাঞ্জাবি , ফতুয়া , লুঙ্গি, চামড়ার সেন্ডেল ও মেয়েদের বাহারি রংয়ের সেলোয়ার, কামিজ , লেহেঙ্গা , শাড়ী, গহনা, পার্স সুলভ মূল্যে বিক্রি শুরু হয়েছে। বাংলাদেশ, পাকিস্তান ও ভারত হতে আনা নানা পন্য শোভা পাচ্ছে দোকানে।
পাশাপাশি বাংলাদেশী প্রবাসী নারীরা অনলাইনে ঈদ পন্য বিক্রি করে বেশ লাভবান হচ্ছেন। তবে ভেনিসের মেস্রে ভিয়া অলিভে অবস্থিত ইশা বুটিক এর কর্ণধার বদরুন্নেসা চৌধুরী জানান, এই ঈদে তার প্রতিষ্ঠানে ক্রেতাদের দেয়া হবে বিশেষ ছাড়।
কেনাকাটা সামর্থ্য অনুযায়ী যেমন ই হউকনা কেনো এই ঈদে বয়ে আনবে আনন্দ , শুখ ও সমৃদ্ধি , ভেদাভেদ ভুলে আনন্দ ভাগাভাগি করবে সকলে এটাই সকলের প্রত্যাশা।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.