সুজন আলী,রানীশংকৈল প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার নেকমরদ ইউনিয়নের পারকুন্ডা গ্রামের যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা হরেন্দ্রনাথ রায় কে রাষ্ট্রীয় মর্যাদায় সৎকার করা হয়েছে।
রানীশংকৈল উপজেলায় ২নং নেকমরদ ইউনিয়নের পাকুন্ডা গ্রামের যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা হরেন্দ্রনাথ রায় বার্ধক্য জনিত কারণে বৃহস্পতিবার সকালে নিজ বাসভবনে পরলোকগমন করেন।
বৃহস্পতিবার (১৪ মার্চ) দুপুরে পারকুন্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মুক্তিযোদ্ধা হরেন্দ্রনাথ রায় কে রাষ্টীয় মর্যাদা দেয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন-রানীশংকৈল উপজেলার দায়িত্বপ্রাপ্ত কমান্ডার বীরমুক্তিযোদ্ধা হবিবুর রহমান, রানীশংকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রকিবুল হাসান , উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, ইউপি চেয়ারম্যান আবুল কালাম, রানীশংকৈল থানা অফিসার ইনচার্জ সোহেল রানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহমেদ হোসেন বিপ্লব সহ এলাকার ব্যক্তিবর্গ ও সুশিল সমাজ।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর।তিনি স্ত্রীসহ ২ ছেলে ও ১ মেয়ে রেখে গেছেন।
মুক্তিযোদ্ধা হরেন্দ্রনাথ রায় ১৯৭১ সালে দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য নিজের জীবন বাজি রেখে পাকিস্তানী হানাদারদের বিরুদ্ধে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.