মোঃ মজিবর রহমান শেখঃ একজন ওসির সুচারুর নেতৃত্ব ও দায়িত্বশীল কর্ম দক্ষতার কারণে ঠাকুরগাঁও জেলার মধ্যে বালিয়াডাঙ্গী থানাকে শ্রেষ্ঠ থানা ও শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন ফিরোজ কবির। সম্প্রতি গত ১৪ মার্চ বৃহস্পতিবার ঠাকুরগাঁও পুলিশ লাইন্স ড্রিলসেডে ফেব্রুয়ারি মাসের মাসিক কল্যাণ সভায় ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক, আইন শৃঙ্খলা পর্যালোচনা করে ফেব্রুয়ারি মাসে বালিয়াডাঙ্গী থানাকে ঠাকুরগাঁও জেলার শ্রেষ্ঠ থানা ও শ্রেষ্ঠ ওসি ফিরোজ কবিরকে নির্বাচিত করেন। সভায় ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক, বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ মো: ফিরোজ কবির, এর হাতে এই সম্মাননা স্মারক তুলে দেন। পুলিশ সুপার ঠাকুরগাঁও জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদা পুলিশ সদস্যদের সাথে বিভিন্ন বিষয়ে আলোচনা মাধ্যমে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও সমস্যা সমাধানে আরও দায়িত্বশীল হওয়ার নির্দেশনা প্রদান করেন।
পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক প্রণীত অভিন্ন মানদন্ডের জন্য তাকে এই সম্মাননা স্মারক প্রদান করা হয়।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2025 আলোচিত কণ্ঠ. All rights reserved.