এস এম মাসুদ রানা,বিরামপুর,দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের বিরামপুর উপজেলা প্রশাসনের আয়োজনে জাতির পিতা‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস’উপলক্ষে গভীর শ্রদ্ধা আর ভালোবাসা জানিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা অডিটরিয়ামে সকাল ১০ ঘটিকায় শিশু-কিশোরদের নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধুর ১০৪ তম জন্মদিনে কেক কেটে এদিনের শুভ সূচনা করা হয়।
রবিবার(১৭ মার্চ) সকালে উপজেলা পরিষদের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন, উপজেলা প্রশাসন, বিরামপুর উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গসংগঠন, বীর মুক্তিযোদ্ধা গন,
অত্র উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষে শিক্ষক-শিক্ষিকা ছাত্রছাত্রীগণ ও এনজিও ফোরামের পক্ষে প্রতিনিধি গন এবং দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি ২ এর পক্ষে জেনারেল ম্যানেজার বিপুল কৃষ্ণ মন্ডল প্রমুখ।
দিনের শুরুতেই আওয়ামীলীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ কে সাথে নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন বিরামপুর নবাবগঞ্জ হাকিমপুর ও ঘোড়াঘাট নির্বাচনী এলাকার মাননীয় সংসদ সদস্য শিবলী সাদিক এমপি মহোদয়ের পক্ষে পৌর মেয়র অধ্যক্ষ আককাস আলী ।
আলোচনা সভায় বিরামপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নুজহাত তাসনীম আওনের সভাপতিত্বে উপজেলা একাডেমিক সুপারভাইজার আব্দুস সালামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌরসভার নগর পিতা পৌর মেয়র অধ্যক্ষ আককাস আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান মেজবাউল ইসলাম মন্ডল, মহিলা ভাইস চেয়ারম্যান উম্মে কুলসুম বানু , সহকারি কমিশনার (ভূমি) মুরাদ হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ সভাপতি শিবেষ কুমার কুন্ডু, বিরামপুর সরকারি কলেজের অধ্যক্ষ অদ্বৈত কুমার অপু, মহিলা কলেজের অধ্যক্ষ মেসবাউল হক দিনাজপুর দক্ষিণ উন্নয়ন ফোরামের সাধারণ সম্পাদক লায়ন মোঃ মোজাম্মেল হক বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সুব্রত কুমার সরকার প্রমুখ ।এছাড়াও রাজনৈতিক নেতৃবৃন্দ সুধীজন বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক-শিক্ষিকাগণ সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
নগর পিতা পৌর মেয়র অধ্যক্ষ আককাস আলী বলেন, ১৯২০ সালের ১৭ ই মার্চ হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তদানীন্তন ফরিদপুর জেলার গোপালগঞ্জ মহকুমার টুংগীপাড়ায় জন্মগ্রহণ করেন, তার বাবার নাম শেখ লুৎফুর রহমান মায়ের নাম শেখ সায়েরা খাতুন,লুৎফুর সায়েরা দম্পত্তির এ সন্তানই পরে এ দেশের মানুষের পরাধীনতার মুক্তির বার্তা হয়ে আবির্ভূত হন।টুঙ্গিপাড়ার খোকা থেকে হয়ে ওঠেন বঙ্গবন্ধু।
বিরামপুর উপজেলা নির্বাহী অফিসার নুজহাত তাসনীম আওন বলেন, স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে সোনার বাংলার স্বপ্ন দেখেছিলেন তা বাস্তবায়নের জন্য দেশের নতুন প্রজন্মকে সোনার মানুষ হিসেবে গড়ে তুলতে হবে।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.