মোঃ মজিবর রহমান শেখঃ বঙ্গবন্ধুর স্বপ্ন ধরে,আনব হাসি সবার ঘরে,এ স্লোগানকে সামনে রেখে ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলা প্রশাসনের আয়োজনে আজ ১৭ ই মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২৪ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে আজ ১৭ ই মার্চ সকাল ১১ ঘটিকায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়ে পুস্পস্তবক অর্পনের মধ্যেদিয়ে দিবসটির কার্যক্রম শুরু করেন।
পরে বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদ চত্তর থেকে একটি আনন্দ র্যালি বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ হলরুমে বালিয়াডাঙ্গী উপজেলা নিবার্হী কর্মকর্তা(ইউএনও) মোছাঃ আফসানা কাওসার এর সভাপতিত্বে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভা ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও-২ আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যক্ষ মাজহারুল ইসলাম সুজন। এ সময় আরও উপস্থিত ছিলেন বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদ চেয়ারম্যান প্যালেন-১ মোছাঃ আলেয়া পারভীন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃমাজেদুর রহমান, বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত(ওসি) মোঃ ফিরোজ কবির, বালিয়াডাঙ্গী উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ আলী, সিনিয়র সহ সভাপতি মোঃ জুলফিকার আলি, সাধারণ সম্পাদক এডভোকেট আবু হাসনাত বাবু,বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্ত মোছাঃ শাকিলা আকতার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সাইদুর রহমান,সমাজসেবা কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম, কৃষি অফিসার মোঃ সাজ্জাদ হোসেন সোহেল, বালিয়াডাঙ্গী উপজেলা সহকারী প্রকৌশলী মোঃ মমতাজুর রহমান,প্রানী সম্পদ কর্মকর্তা মোঃনাসিরুল ইসলাম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অতুল চন্দ,আনসার ভিডিপির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোছাঃ শাহারা বেগম, উপজেলা সমবায় অফিসার মোঃ নাজমুল হুদা, বালিয়াডাঙ্গী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি রাজিউর রহমান জেহাদ রাজু, সাংবাদিক মোঃ আব্দুস সবুর, বিভিন্ন স্কুল, কলেজের শিক্ষক,জয়িতা,ছাত্র-ছাত্রীসহ উপজেলা পরিষদের বিভিন্ন পযার্য়ের কর্মকর্তা,কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
পরে বিভিন্ন স্কুলের অংশ গ্রহনকারী শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.