এস এম মাসুদ রানা,দিনাজপুর প্রতিনিধিঃ ১৭ মার্চ বাংলাদেশের স্বাধীনতার মহান স্থপতি বাঙালি জাতির অবিসংবাদিত নেতা হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ১০৪ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস-২০২৪ যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে ।
এই দিনে পৃথিবীতে এসেছিলেন বাঙ্গালি জাতির মুক্তির অগ্রদূত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষ্যে রবিবার ১৭ ই মার্চ সকাল ৯ ঘটিকায় জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে বঙ্গবন্ধু স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে বিনম্র শ্রদ্ধা জানান, মহান জাতীয় সংসদের মাননীয় হুইপ ইকবালুর রহিম এমপি, দিনাজপুর জেলার সম্মানিত সুযোগ্য জেলা প্রশাসক জনাব মোঃ শাকিল আহমেদ, দিনাজপুর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক সোহাগচন্দ্র সাহা, দিনাজপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব শাহ ইফতেখার আহমেদ, পিপিএম (বার) মহোদয়।দিনাজপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার মমিনুল করিম প্রমুখ। এছাড়াও জেলা প্রশাসক কার্যালয়ের ও জেলা পুলিশের সকল উর্দ্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন ।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.