সাইফুর রহমান শামীম,কুড়িগ্রামঃ সড়ক দূর্ঘটনা রোধে সচেতনতামূলক প্রচারণার অংশ হিসেবে কুড়িগ্রামে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
কুড়িগ্রাম জেলা পুলিশের ট্রাফিক বিভাগ সোমবার ভোগডাঙ্গা মডেল কলেজ মাঠে এ সমাবেশের আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসিবে উপস্থিত ছিলেন- পুলিশ সুপার আল-আসাদ মোঃ মাহফুজুল ইসলাম। ভোগডাঙ্গা মডেল কলেজের অধ্যক্ষ মোঃ দবীর উদ্দিন এর সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সাজ্জাদ হোসেন, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার একেএম ওহিদুন্নবী, সদর থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুদুর রহমান, জেলা ট্রাফিকের ইনচার্জ একেএম বানিউল আলম। অনুষ্ঠান সঞ্চলনায় ছিলেন সার্জেন্ট মোঃ সুজন রেজা। সমাবেশে কলেজের ছাত্র-ছাত্রী, অভিভাবকসহ শিক্ষকরা উপস্থিত ছিলেন।
বক্তারা ‘সাবধানে চালাবো গাড়ী, নিরাপদে ফিরবো বাড়ী’ এ প্রতিপাদ্যে মোটরসাইকেল আরোহীদের হেলমেড পরিধান, মোটরসাইকেলে ৩জন আরোহন না করাসহ ট্রাফিক আইন মেনে চলার জন্য সকলকে উজ্জ্বীবিত করেন। এছাড়াও ছাত্র-ছাত্রী, শিক্ষক ও বৃদ্ধ মানুষকে রাস্তা পারাপারে সচেতনতা বৃদ্ধি করা হয়।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.