বিলালুর রহমান,সিলেট জেলা প্রতিনিধিঃ সিলেট তামাবিল-জাফলং মহাসড়কে দুর্ঘটনা রোধে অবৈধ যানবাহন তল্লাসি কাজ শুরু করা হয়েছে।
সিলেট জেলা পুলিশ তামাবিল মহাসড়কে ঘন ঘন সড়ক দুর্ঘটনা রোধ এবং মহাসড়কে গাড়ি চলাচলের সঠিক ব্যবস্থাপনা ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে সপ্তাহব্যাপী বিশেষ ট্রাফিক সচেতনতা সপ্তাহ শুরু করে। পুলিশ সূত্রে জানাগেছে, ২০ মার্চ (বুধবার) সকাল ১০ টা থেকে সিলেট-তামাবিল মহাসড়কের কাটাগাংস্থ তামাবিল হাইওয়ে থানার সম্মুখে কানাইঘাট
সার্কেলের তত্ত্বাবধানে মহাসড়কে গাড়ি চলাচলে সঠিক ব্যবস্থাপনা, লাইসেন্সবিহী, অপ্রাপ্তবয়স্ক চালক, কাগজবিহীন গাড়ি নিয়ন্ত্রণে বিশেষ ট্রাফিক সচেতনতা সপ্তাহ উদ্বোধন করা হয় ।
ট্রাফিক সচেতনতা সপ্তাহ উদ্বোধন করেন জৈন্তাপুর মডেল থানার অফিসার (ইনচার্জ) মোঃ তাজুল ইসলাম (পিপিএম) ৷
এসময় উপস্থিত ছিলেন সিলেট জেলা পুলিশ সুপার কার্যালয়ের টিআই (এডমিন) রফিকুল ইসলাম মৃধা, টিআই শামসুজ্জামান, সার্জেন্ট মহিতোষ, জৈন্তাপুর মডেল থানার এসআই মোঃ মোস্তাফিজুর রহমান, তামাবিল হাইওয়ে থানা পুলিশের এটিএসআই আলমগীর সহ জৈন্তাপুর মডেল থানা, তামাবিল হাইওয়ে থানা, ট্রাফিক পুলিশ ও সিলেট জেলা উত্তর ডিবি পুলিশের টিম।
জৈন্তাপুর মডেল থানা অফিসার (ইনচার্জ) মোঃ তাজুল ইসলাম (পিপিএম) বলেন, সিলেট জেলা পুলিশ সুপারের নির্দেশনায় তামাবিল মহাসড়কে
ঘন ঘন সড়ক দুর্ঘটনায় মানুষের মৃত্যু বেড়ে যাওয়ার কারণ অনুসন্ধান গাড়ির, লাইসেন্সবিহীন, অপ্রাপ্তবয়স্ক চালক, গাড়ির কাজগপত্র সঠিকতা যাচাই করা, নম্বার ও লাইসেন্সবিহীন সিএনজি (অটোরিক্সা), মোটর সাইকেল ইত্যাদি যানবাহনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হচ্ছে।
তিনি বলেন, মহাসড়কে অনুমোদনবিহীন ইজিবাইক, টমটম চালক ও মালিকদের প্রাথমিকভাবে মহাসড়কে তাদের এই যানবাহনগুলো চলাচল বন্ধ করতে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
সিলেট জেলা পুলিশের টিআই (এডমিন) রফিকুল ইসলাম মৃধা বলেন, সকাল ১০ টা থেকে বিকেল ৩টা পর্যন্ত সিলেট জেলা পুলিশ সুপারের নির্দেশনায় সিলেট-তামাবিল মহাসড়কে বিশেষ ট্রাফিক সচেতনতা সপ্তাহ শুরু হয়েছে। গাড়ির ত্রুটিপূর্ণ কাগজ থাকায় ১০ টি গাড়ি আটক ও ৮টি মামলা দায়ের করা হয়েছে। তাদের মধ্যে ৫ টি পিকআপ, ৩ টি মোটরসাইকেল রয়েছে। কাগজপত্র সঠিক থাকায় পুলিশেরর পক্ষ থেকে অনেকেই ফুল দিয়ে অভিনন্দন জানান হয়।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.