সাইফুর রহমান শামীম,কুড়িগ্রামঃ কুড়িগ্রামের সদর উপজেলার ভোগডাঙা ইউনিয়নের ধরলা নদীর পূর্ব পারে মাধবরাম এলাকায় বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলতে চলতি মাসের ২৮ তারিখ পরিদর্শনে আসবেন ভুটানের রাজা জিগমে খেসার ওয়াংচুক। অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলতে সকলের সহযোগীতা নিতে বেজার নির্বাহী চেয়ারম্যান ও সিনিয়র সচিব শেখ ইউসুফ হারুন স্থানীয় সাংবাদিকদের সাথে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
কুড়িগ্রাম প্রেসক্লাবের আয়োজনে বৃহস্পতিবার ২১ মার্চ বিকেলে কুড়িগ্রাম প্রেসক্লাবের শামসুল হক মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, বেজা'র নির্বাহী চেয়ারম্যান ও সিনিয়র সচিব শেখ ইউসুফ হারুন,বেজার মহা ব্যবস্থাপক (অর্থ বাজেট) শেখ যোবায়েদ হোসেন, জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ, কুড়িগ্রাম পৌর মেয়র কাজিউল ইসলাম, কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি রাজু মোস্তাফিজ, সিনিয়র সাংবাদিক অ্যাডভোকেট আহসান হাবীব নীলু, সফি খান, বীরমুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা।
বেজা'র নির্বাহী চেয়ারম্যান ও সিনিয়র সচিব শেখ ইউসুফ হারুন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে কুড়িগ্রাম জেলায় হচ্ছে বিশেষ অর্থনৈতিক অঞ্চল।ইতিমধ্যে ১৩৩ একর জমি বেজার কাছে হস্তান্তর করেছে জেলা প্রশাসন আরো ৮৬ একর জমির অধিগ্রহনের বন্দোবস্ত চলছে।এখানে মোট ২১১ একর জমির প্রয়োজন হবে।
গত ১০ মার্চ ভুটানের প্রতিনিধি দল পরিদর্শনে এসেছিলেন।ভুটান অর্থনৈতিক অঞ্চলের ব্যাপারে খুবই আগ্রহী।এতে দু দেশের অর্থনৈতিক ও বানিজ্যিক সম্পর্কের নতুন মাইল ফলক উন্মোচন হবে।আশা করছি এ মাসের ২৫ তারিখ ভুটান রাজার সাথে অর্থনৈতিক অঞ্চল নিয়ে চুক্তি স্বাক্ষর হবে। সব কিছু ঠিক থাকলে আগামী ২৮ শে মার্চ ভুটানের রাজা জিগমে খেসার ওয়াংচুক কুড়িগ্রাম অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনে আসবেন বলে জানান তিনি।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2025 আলোচিত কণ্ঠ. All rights reserved.