মোঃ সাইফুল ইসলাম আকাশ,নিজস্ব প্রতিবেদক,ভোলাঃ ভোলায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মৎস্য অভয়াশ্রমে মাছ ধরায় ১১ জেলেকে আটক করে কারাদন্ড দেওয়া হয়েছে।
ভোলা সদর উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় সুত্রে জানা গেছে,ভোলা সদরের তেতুলিয়া নদীতে মার্চ ও এপ্রিল মাসে ইলিশ অভয়াশ্রমে সকল ধরণের মৎস্য আহরণ কার্যক্রম নিষেধাজ্ঞা দিয়েছে সরকার।
তবে ভোলা সদর উপজেলা মৎস্য অধিদপ্তরের সিনিয়র মৎস্য কর্মকতা এ.এফ.এম নাজমুস সালেহীন এর নেতৃত্বে ২২ মার্চ শুক্রবার সকাল থেকে বিকাল পর্যন্ত অভিযান পরিচালনা করে মোট ১১ জন জেলেকে মাছ ধরা অবস্থায় আটক করা হয়। আটককৃত জেলেদের প্রত্যেককে ভ্রাম্যমান আদালতে ১২ দিন করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন ভোলা সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল হাসান।
এসময় অভিযানে মাছ ধরার প্রায় ৪০০০ মিটার জাল জব্দ ও ধ্বংস করা হয়।
এ বিষয়ে জানতে চাইলে,ভোলা সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকতা এ.এফ.এম নাজমুস সালেহীন জানান,মেঘনা ও তেতুলিয়া নদীর অভয়াশ্রম রক্ষায় নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে এবং আজকে ১১ জন সহ গত ২২ দিনে মোট ৮১ জন জেলেকে আটক করে ৬১ জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড ও বাকিদের ৬৬ হাজার টাকা জরিমানা করা হয়।
ভোলা জেলা মৎস্য কর্মকতা মো: আবুল কালাম আজাদ জানান,সরকারের দেওয়া নিষেধাজ্ঞা বাস্তবায়নে কাজ করে যাচ্ছে ভোলা জেলা মৎস্য বিভাগ,প্রতিটি উপজেলায় অভিযান অব্যাহত রয়েছে।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2025 আলোচিত কণ্ঠ. All rights reserved.