মোঃ ওসমান গনি ইলি,কক্সবাজারঃ কক্সবাজার জেলা প্রশাসনের আয়োজনে ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতামূলক আন্তঃধর্মীয় সংলাপ সম্পন্ন হয়েছেন। ২৩ মার্চ জেলা প্রশাসন শহিদ এটিএম জাফর আলম সিএসপি সম্মেলন কক্ষে ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতামূলক আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সচিব মুঃ আঃ হামিদ জমাদ্দার উপস্থিতিতে অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কক্সবাজার জেলার মান্যবর জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ ধর্ম বিষয়ক সম্পাদক,অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্ট ঢাক , সুপ্ত ভূষণ বড়ুয়া,বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, কক্সবাজার জেলা শাখা'র
সভাপতি উজ্জ্বল করসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।
ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সচিব মুঃ আঃ হামিদ জমাদ্দার বলেন, ভবিষ্যতে কোনো অশুভ শক্তি যেন রাজনৈতিক হীনস্বার্থ চরিতার্থ করার উদ্দেশে এদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির পরিবেশ বিনষ্ট করতে না পারে এবং দেশের মধ্যে দাঙ্গা-হাঙ্গামা সৃষ্টি করতে না পারে এ বিষয়ে সকল ধর্মীয় নেতৃবৃন্দকে তাদের নিজ নিজ অবস্থান হতে দায়িত্ব পালন করতে হবে। বিশেষ করে মসজিদের খতিব ও ইমামগণ জুমার বয়ানে নিয়মিত ভাবে তুলে ধরতে পারেন।
সংলাপে পুলিশ-প্রশাসন, ধর্মীয় নেতৃবৃন্দ, সাংবাদিক প্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, সংস্কৃতি কর্মী, বীর মুক্তিযোদ্ধাসহ জেলার বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিগণ অংশগ্রহণ করে কক্সবাজারসহ সারা দেশের ধর্মীয় সম্প্রীতি বৃদ্ধি ও সুসংহত করতে বিভিন্ন সুপারিশ তুলে ধরেন।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.