মোঃ খলিলুর রহমান,সাতক্ষীরাঃ সাতক্ষীরা বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী ইছামতি নদীর সংযোগস্থলে কাঁকড়া ধরতে গিয়ে নূরনবী (১৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার চরশ্রীপুর গ্রামের ইটভাটা শ্রমিক শরিফুল ইসলামের ছেলে। রোববার (২৪ মার্চ) দুপুর দেড়টার দিকে চরশ্রীপুরে ইছামতি নদী ও এর শাখা গোপাখালী খালের সংযোগস্থলে এ ঘটনা ঘটে।
নিহতের স্বজনরা জানান, প্রতিদিনের মতো রোববারও রোজা রেখেছিলেন শিশু নূরনবী। দুপুরে সে ও তার আরেক বন্ধু ইছামতি নদী ও গোপাখালী খালের সংযোগ ব্রীজের নিচে কাঁকড়া ধরতে গিয়েছিল। ব্রীজের নিচে ঝুলে থাকা একটি লোহার রডে ঝুলে কাঁকড়া ধরার চেষ্টা করছিল সে। একপর্যায়ে ব্রীজের নিচের পলিস্তারার বড় একটি অংশ ভেঙে মাথায় পড়লে গুরতর আঘাতপ্রাপ্ত হয়ে পানিতে তলিয়ে যায় নূরনবী। পরে তার সাথে থাকা অপর শিশুটির চিৎকারে স্থানীয়রা ছুটে এসে দীর্ঘক্ষণ প্রচেষ্টা চালিয়ে তলদেশ থেকে ডুবন্ত নূরনবীর দেহটি তুলে আনে। তাৎক্ষনিক স্থানীয় চিকিৎসকের কাছে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। রোজারত অবস্থায় শিশু নূরনবীর মর্মান্তিক মৃত্যু হয়।
দেবহাটা থানা পুলিশ শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.