রিয়াজুল ইসলাম রিয়াজ,জেলা প্রতিনিধি,নাটোরঃ এডিপির অর্থায়নে নাটোরের বাগাতিপাড়ায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ক্লাবের মাঝে ক্রীড়া সমগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২ এপ্রিল) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে ২০২৩-২০২৪ অর্থ বছরে এডিপির অর্থয়ানে ক্রীড়া সমগ্রী বিতরণ করেন নাটোর-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এ্যাড. আবুল কালাম আজাদ। সহকারী কমিশনার (ভূমি) সুরাইয়া মমতাজ’র সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা অধ্যাপক আবুল হোসেন ও সেকেন্দার রহমান, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান খোদীজা বেগম শাপলা, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সুকুমার মুখার্জি, সাধারণ সম্পাদক মজিবর রহমান, উপজেলা ক্রীড়া সংস্থার সম্পাদক আল-মামুন সরকার, উপজেলা প্রেসক্লাব সেক্রেটারী খাদেমুল ইসলাম, দয়ারামপুর ইউপি চেয়ারম্যান মাহাবুবুর রহমান মিঠু প্রমুখ। এ সময় উপজেলার ৪৬টি ক্লাব ও ১৬টি শিক্ষা প্রতিষ্ঠান মিলে মোট ৬২টি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের মাঝে জার্সি, ফুটবল, ক্রিকেট বল, ব্যাট, স্ট্যাম্পসহ বিভিন্ন ক্রীড়া সামগ্রী হস্তান্তর করা হয়।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.