বদরুদ্দোজা প্রধান,পঞ্চগড় প্রতিনিধিঃ মঙ্গলবার (০২ এপ্রিল) সকাল ৯ ঘটিকায় পঞ্চগড় তেঁতুলিয়া মহাসড়ক এলাকার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে, ১ হাজার ৪০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে, পঞ্চগড় পরিবেশ অধিদপ্তর।পঞ্চগড় পরিবেশ অধিদপ্তরের সহকারি পরিচালক ইউসুফ আলি জানান সৈয়দপুর থেকে ট্রাকযোগে বিপুল পরিমাণ পলিথিন পঞ্চগড় শহরে আনা হচ্ছে, এমন সংবাদের ভিত্তিতে পঞ্চগড় শহর সদর থানার সহযোগিতায় পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাগন পঞ্চগড় তেঁতুলিয়া মহাসড়কের সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে অবস্থান নেন। সে সময় একটি ট্রাক আটক করে জব্দ করা হয় ১৪০০ কেজি পলিথিন।সৈয়দপুর থেকে বিপুল পরিমাণ পলিথিন পঞ্চগড় শহরের চার ব্যবসায়ীকে দেয়ার জন্য ট্রাক যোগে আনা হচ্ছিলো, এ ঘটনায় পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে নিষিদ্ধ পলিথিন বহনকারী
গাড়ি ও চালক সহ পরবর্তী আইনগত ব্যবস্থা চলমান রয়েছে।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.