মোঃ সাহিদুল ইসলাম,নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারীর ডোমার থানা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি প্রয়াত বীর মুক্তিযোদ্ধা লুৎফল হকের ৪৫তম প্রয়াণ দিবস উপলক্ষ্যে অসহায়-হতদরিদ্র মানুষের মাঝে আসন্ন পবিত্র ঈদুল ফিতর উদযাপনের লক্ষ্যে ঈদ উপহার বিতরণ ও কৃতি ছাত্রীকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।
বুধবার (৩রা এপ্রিল) সকালে উপজেলা শহরের ডোমার মহিলা ডিগ্রী কলেজ হলরুমে 'বীর মুক্তিযোদ্ধা লুৎফল হক ফাউন্ডেশন'-এর আয়োজনে অনুষ্ঠিত ঈদ উপহার বিতরণ ও কৃতি ছাত্রী সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—ডোমার পৌরসভার মেয়র আলহাজ্ব মোঃ মনছুরুল ইসলাম দানু। এতে সভাপতিত্ব করেন—বীর মুক্তিযোদ্ধা লুৎফল হক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃ আনজারুল হক।
এসময় বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন—ডোমার উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যাপক খায়রুল আলম বাবুল, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ নুরননবী, পৌর মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা ইলিয়াস হোসেন, বীর মুক্তিযোদ্ধা লুৎফল হক ফাউন্ডেশনের প্রধান পৃষ্ঠপোষক মোঃ আনিসুল হক গোল্ডেন প্রমুখ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আলোচনা সভা শেষে এলাকার শতাধিক অসহায় ও নিম্ন আয়ের মানুষের মাঝে পবিত্র ঈদুল ফিতরের উপহার সামগ্রী বিতরণ করা হয়। এছাড়া এমবিবিএস ভর্তি পরীক্ষায় এলাকার কৃতি সন্তান 'সাবিহা বিনতে বৃষ্টি' জাতীয় মেধাতালিকায় ৩৮তম স্থান অর্জন করায় ফাউন্ডেশনের পক্ষ থেকে তাকে সম্মাননা স্মারক প্রদান করেন অতিথিরা।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.