উপজেলা প্রতিনিধি,মোঃ মিজানুর রহমান কালুঃ রাজশাহীর পুঠিয়ায় পবিত্র মাহে রমজান উপলক্ষে পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্ট’স অ্যাসোসিয়েশন (পুসাপ) এর পক্ষ থেকে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে,সোমবার (৮ এপ্রিল) উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
(পুসাপ) পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্ট’স অ্যাসোসিয়েশন অব পুঠিয়া শাখার সভাপতি রবিউল ইসলাম ইমনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান জি এম হিরা বাচ্চু।
অনুষ্ঠানে পুসাপ এর সাধারণ সম্পাদক আসিফ আলী’র পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন রাজশাহী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এস এম একরামুল হক, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দেবাশীষ বসাক ও জিউপাড়া ইউপি চেয়ারম্যান হোসনেয়ারা বেগম।
এসময় (পুসাপ) পুঠিয়া এর প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক জনি ইসলাম, সদস্য সচিব রাসেল আহমেদ, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম টিপু, আ.লীগ আবুল কালাম ও ফারুক হোসেনসহ পাবলিক বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থী, বিভিন্ন ব্যক্তিবর্গ, ছাত্র নেতৃবৃন্দ এবং সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা প্রধান অতিথির বক্তব্যে পুঠিয়া উপজেলা চেয়ারম্যান জি এম হিরা বাচ্চু বলেন,স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে মেধাবী শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে,ঐক্যবদ্ধ ভাবে দেশকে এগিয়ে নিয়ে যেতে তরুণ প্রজন্মকে সম্পৃক্ততা বাড়াতে হবে।
ইফতার মাহফিলে সাংবাদিক মিজানুর রহমান, আরিফুল হক, রকিবুল হাসান রকি, আবু হাসেদ কামাল, ইমাম হোসেন, শাহাদত হোসেনসহ আরো অনেকে বিভিন্ন পেশার মানুষ অংশ নেন।
ইফতারের আগ মুহূর্তে,দোয়া অনুষ্ঠিত হয়,দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা মশিউর রহমান,দোয়ায় পৃথিবীর যত মুমিন মুসলমান ও শহীদ শহীদান দুনিয়া থেকে চলে গেছে তাদের আত্মার মাগফেরাত কামনা করা হয়,এবং দেশ ও জাতির মঙ্গল কামনা করা হয়।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.