মোঃ রেজাউল করিম,ঈদগাঁও,কক্সবাজারঃ কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র ব্যাচ ৯০ এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ( ৯ এপ্রিল) ঈদগাঁও বাজারস্থ এশিয়ান রেস্টুরেন্টে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সংগঠনের সিনিয়র সহ সভাপতি বিশিষ্ট দানবীর, রেমিট্যান্স যোদ্ধা, আমেরিকা প্রবাসী আজিজুল হক আজিজের সম্মানে এ ইফতারের আয়োজন করা হয়।
প্রাক্তন ছাত্র ব্যাচ ৯০ এর সভাপতি মমতাজুল হকের সভাপতিত্বে,
সাধারণ সম্পাদক আতিকুর রশিদ তারেক, মিডিয়া ও যোগাযোগ বিষয়ক সম্পাদক শেফাইল উদ্দিনের সঞ্চালনায় এতে আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন কক্সবাজার জেলা বিএনপির সহ-সভাপতি এম মমতাজুল ইসলাম, ঈদগাহ হাই স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক মোঃ আবু তাহের এবং রেমিট্যান্স যোদ্ধা আমেরিকা প্রবাসী আজিজুল হক আজিজ। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মুফতি মৌলানা মোর্শেদ ইকবাল।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঈদগাঁও প্রেস ক্লাব সভাপতি মোঃ রেজাউল করিম, ঈদগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সালাম, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক ছৈয়দ আলম, প্রাক্তন ছাত্র ব্যাচের সহ সভাপতি শিক্ষক আমান উল্লাহ আমান, সাংগঠনিক সম্পাদক চন্দন পাল বাবু, সহ সাংগঠনিক সম্পাদক ছৈয়দ আকবর, সদস্য যথাক্রমে আলমগীর চৌধুরী, নবী হোসেন, বাবু পাল ভেক্কা, শফিউল আলম, বোরহান উদ্দিন, আবুল কালাম, ফারুক উল্লাহ, মুজিবুর রহমান প্রমুখ। বক্তারা বলেন, আমেরিকা প্রবাসী আজিজুল হক আজিজ সুদূর আমেরিকায় থেকেও ৯০ ব্যাচের সকল বন্ধুদের খবর নেন এবং বন্ধুদের দুঃসময়ে বার বার সহযোগিতার হাত বাড়ান। তিনি সব সময় এলাকার বিভিন্ন অসহায়, অসুস্থ গরীব, দুঃখী মানুষকে সহযোগিতা করেন এবং সব সময় এলাকার মানুষের খবরা- খবররাখেন। তিনি প্রমান করেছেন মানুষ প্রবাসে থেকেও ইচ্ছা থাকলে দেশ ও মানুষের কল্যাণে কাজ করা সম্ভব।
ইফতার শেষে আলোচনায় ঈদ পুনর্মিলনীর দিন নির্ধারণ, প্রাক্তন ছাত্র ব্যাচ ৯০ এর যারা ঈদগাঁও উপজেলায় বিভিন্ন ইউনিয়নে নির্বাচন করতেছে তাদের সহযোগীতা করা, ব্যাচের অসুস্থ বন্ধুদের দেখতে যাওয়া ও প্রয়াত বন্ধুদের পরিবার- পরিজনের খোঁজ নেয়ার সীদ্ধান্ত গৃহীত হয়েছে।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.