তাহিরপুর,সুনামগঞ্জ প্রতিনিধিঃ সুনামগঞ্জের তাহিরপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলা নতুন বছরকে বরণ করলেন তাহিরপুরের সকল শ্রেনী পেশার মানুষ। নববর্ষকে বরণ করতে নানান বাঙালিয়ানা আয়োজন করেছে স্থানীয় প্রশাসন।
রবিবার নববর্ষের সকাল ১০ টায় জাতীয় সংগীত ও এসো হে বৈশাখ গান গাওয়ার মধ্য দিয়ে শুরু হয় মুল আনুষ্ঠানিকতা।
পরে উপজেলা চত্বর থেকে বাঙালির ঐতিহ্য ঘোড়া ও মহিষের গাড়ি নানান সাজে ছেলে মেয়ারা বিভিন্ন মুখোশ পড়ে বের হয় বর্ণাঢ্য র্যালি। রেলীটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বঙ্গবন্ধু কর্ণারে এসে মিলিত হয়।র্যালিতে প্রধান অতিথি হিসেবে নেতৃত্ব দেন তাহিরপুর উপজেলার সুযোগ্য নির্বাহী কর্মকর্তা সালমা পারভিন, উপস্থিত ছিলেন, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলমগীর খোকন,একলাছুর রহমান তারা,তাহিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজিম উদ্দীন, ইউপি সদস্য শফিকুল ইসলাম, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি শাহিনুর তালুকদার, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড সভাপতি হাবিবুর রহমান খেলু, উপজেলা আওয়ামী লীগ সদস্য আজিজুল হক, স্বেচ্চাসেবকলীগ সাধারণ সম্পাদক ইমরান হোসেন দ্বীপক, মাধ্যমিক কর্মকর্তা মিজানুর রহমান,সাংবাদিক মনিরাজ শাহ শওকত হাসান,ছাত্রলীগ নেতা রাজন মিয়া সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.