রাম বসাক,শাহজাদপুর,সিরাজগঞ্জঃ বাংলা নববর্ষ ১৪৩১ উপলক্ষে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১৪ এপ্রিল রোববার শাহজাদপুর উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য বর্ষবরণ শোভাযাত্রা বের হয়ে শাহজাদপুর পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে রবীন্দ্র কাছারিবাড়িv গিয়ে শেষ হয়। পরে রবীন্দ্র কাছারিবাড়ি প্রাঙ্গণে মুক্তমঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত আনন্দ শোভাযাত্রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় এমপি ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি জননেতা চয়ন ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা প্রফেসর আজাদ রহমান, ভাইস চেয়ারম্যান লিয়াকত আলী, মহিলা ভাইস চেয়ারম্যান এলিজা খান, এ্যাসিল্যান্ড ফজলে ওয়াহিদ, থানার ওসি খাইরুল বাশারসহ অন্যান্য কর্মকর্তা।
বর্ষবরণ আনন্দ শোভাযাত্রায় বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা আবহমান গ্রাম বাংলার ধারক বাহক নানান সাজে সজ্জিত হয়ে শোভাযাত্রাকে সফল করে তোলে।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.