মোঃআসাদুজ্জামান সনেট,কালীগঞ্জ প্রতিবেদকঃ দুইদিন ব্যাপী এক ব্যাতিক্রমী আয়োজনের মধ্যে দিয়ে শেষ হল আকিজ ইস্পাত ভূষনিয়ান কাপ ২০২৪ এর দিবারাত্রির ফুটবল টুর্ণামেন্ট। শনিবার দিবাগত রাত ৩
টায় কালীগঞ্জ সরকারী নলডাঙ্গা ভূষনস্কুল মাঠে ফাইনাল ম্যাচে ট্রাইবেকারে চ্যাম্পন্স ১৭ দলকে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় দুধর্ষ ২০২২ ব্যাচের দলটি।
খেলা শেষে রাত সাড়ে ৩ টায় মাঠে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে ট্রফি ও
প্রাইজমানী তুলে দেন স্থানীয় সাংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার ও
আকিজ ইস্পাত গ্রæপের সিইও গালিব মোহাম্মদ তুষার। এ সময়ে আরো
উপস্থিত ছিলেন কালীগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ আবু আজিফ ও উপজেলা
ভাইস চেয়ারম্যান শিবলী নোমানী সহ অন্যান্য অতিথিবৃন্দ।
উল্লেখ্য, কালীগঞ্জে সরকারি নলডাঙ্গা ভূষন পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসির
১৯৯৪ ব্যাচ থেকে ২০২৪ ব্যাচ সহ মোট ৩২ টি দলের অংশগ্রহনে এ ফুটবল
খেলাটি রাতের আলোর ঝলকানী আর আতশ বাজীতে ফুটে উঠেছিল যেন ভিন্ন
রকমের এক উৎসব আমেজ। আকর্ষনীয় খেলাগুলি দেখতে প্রতিদিনই গভীর রাত পর্ষন্ত
নারী শিশু সহ হাজার হাজার দর্শকের মাঠে সমাগম ঘটে।
আয়োজনকারীদের মধ্যে অন্যতম এমএ রউফ সাংবাদিকদের জানায়, সরকারি নলডাঙ্গা
ভূষন পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসির ২২ ব্যাচের ইথুন, রাহুল, হামিম ও অরভ
সহ কয়েকজন ছাত্র পরিকল্পনা করেন ভূষণ মাঠে একটি দিবারাত্রির ফুটবল টুনামেন্ট
আয়োজন করবে। সেখানে দল হিসাবে অংশগ্রহন করতে পারবেন ভূষন বিদ্যালয়ের
এসএসসির ৯৪ ব্যাচ থেকে ২০২৪ ব্যাচ পর্ষন্ত ৩০ টি দল। এছাড়া ভূষন বিদ্যালয়ের
শিক্ষকদের ১টি ও প্রবীণ খেলোয়াড়দের ১টি দল নিয়ে মোট ৩২টি দল হবে। তাদের
প্রতিটি দলে ৮ জন করে খেলোয়াড় অংশ নিবে। এমএ রউফ জানায়, নবীন ছাত্রদের ওই
ব্যাতিক্রমি আয়োজনের অনুষ্ঠানটি বাস্তবায়ন করতেই তিনি ক্রীড়া ফেডারেশনের
সিনিয়রদের নিয়েই অনুষ্ঠানটি সম্পন্ন করেছেন।
দুইদিনব্যাপি এ টুনামেন্টটি ঈদের পরের দিন শুক্রবার সকাল ১০ টায়
আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন টাইটেল স্পন্সর আকিজ ইস্পাত গ্রæপের প্রধান
নির্বাহী কর্মকর্তা গালিব মোহাম্মদ ও ফারমাস এগ্রো এন্ড ফিসারিজ
কোম্পানির প্রোপাইটার আব্দুস সামাদ। নলডাঙ্গা ভূষন বিদ্যালয়ের প্রধান শিক্ষক
মকবুল হোসেন তোতার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন
ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার। বিশেষ অতিথি
ছিলেন কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম আশরাফ ও উপজেলা ভাইস
চেয়ারম্যান শিবলী নোমানী। এছাড়াও আরো উপস্থিত ছিলেন-উপজেলা ক্রীড়া
সংস্থার সাধারন সম্পাদক জামির হোসেন, ফায়ার সার্ভিস কর্মকর্তা মোমুনুর রশিদ ও ক্রীড়া ফেডারেশনের সহ-সভাপতি অজিত কুমার ভট্রাচার্য্য সহ
ক্রীড়া ফেডারেশনের সদস্যবৃন্দ।
ব্যাতিক্রমি এ টুনামেন্টটির সাপোটিং স্পন্সর ছিলেন, হাবিব ইন্টারনেট,
মাহিন ইন্টারনেট ও এসএ ট্রেডাস। টুনামেন্টে ফাইনাল খেলায় ম্যান অব দি
ম্যাচ বিবেচিত হয় দুধর্ষ ২২ দলের অধিনায়ক ইথুন ও জীম। একই দলের সৌরভ
টুনামেন্ট সেরা গোলরক্ষক এবং বাধাহীন ২০০৬ দলের কায়েস সেরা খেলোয়াড় হন।
খেলায় রেফারির দ্বায়িত্বে ছিলেন মোমেনুল হক খোকা, আব্দুর রাজ্জাক, মারুফ
হোসেন ও খায়রুল হোসেন। ধারাভাষ্যে ছিলেন, রবিউল ইসলাম ও মোস্তফা ইবনে
মাসুদ।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.