সুজন আলী,রানীশংকৈল প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলায় কুলিক নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
১৪ এপ্রিল (রবিবার) দুপুরে উপজেলার লেহেম্বা ইউনিয়নের খঞ্জনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো- খঞ্জনা এলাকার ইব্রাহিমের মেয়ে ইয়াসমিন (১০) ও দিনাজপুর সদর উপজেলার রেল স্টেশন পাড়া এলাকার ইউসুফ আলী/ সাথী দম্পতির মেয়ে তসলিমা (৯)।
স্থানীয়রা জানান, নিহত ইয়াসমিন ও নানীর বাড়িতে বেড়াতে আসা তসলিমা দুজনে দুপুরে কুলিক নদীতে গোসল করতে যাই। পরে পরিবারের সদস্যরা বাড়িতে তাদের দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে কুলিক নদী পানিতে দুজনের মরদেহ ভাসতে দেখা যায়। এর পর তাদের মরদেহ উদ্ধার করা হয়।
রানীশংকৈল থানার ওসি সোহেল রানা জানান, নিহত দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.