পেকুয়া প্রতিনিধিঃ কক্সবাজারের পেকুয়ার রাজাখালী রববত আলী পাড়া রহমানিয়া ইসলামিয়া ইবতেদায়ী মাদ্রাসা সংগলগ্ন বায়তুল মাহমুদ জামে মসজিদে অজুখানা ও টয়লেট খানার জন্য আর্থিক অনুদান দিয়েছেন কক্সবাজার জেলা বঙ্গবন্ধু সৈনিকলীগের সিনিয়র সদস্য ও রাজাখালী ইউনিয়নের সভাপতি বিশিষ্ট দানবীর মুহাম্মদ ফোরকান।
(১৪ এপ্রিল রবিবার) রাজাখালী রববত আলী পাড়া রহমানিয়া মাদ্রাসার হল রুমে মসজিদের অজুখানা ও টয়লেট নির্মাণ উপলক্ষে এলাকাবাসী ও তরুণদের নিয়ে এড. জাহেদুল ইসলামের সভাপতিত্বে মতামত সভা অনুষ্ঠিত হয়, এসময় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, কক্সবাজার জেলা বঙ্গবন্ধু সৈনিকলীগের সিনিয়র সদস্য ও রাজাখালী ইউনিয়ন সভাপতি মুহাম্মদ ফোরকান।
এসময় মসজিদের অজু খানা নির্মাণের জন্য নগদ বিশ হাজার টাকা কমিটির কাছে তুলে দেন। অন্যদেরকেও তাদের সাধ্য মত মসজিদে দান করার আহবান জানান।
এসময় তিনি আরো বলেন, প্রত্যেক সামর্থ্যবান মানুষদের উচিৎ সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মাঝে সাহায্যের হাত বিলিয়ে দেওয়া।অসহায় মানুষকে সহযোগীতা করা। আমার স্বপ্ন রাজাখালীর পিছিয়ে পড়া ও অসহায় জনগোষ্ঠীর মুখে হাসি ফুটানো। আমি চাই রাজাখালীর প্রত্যেক মানুষ সম্মানের সাথে মাথা তুলে দাঁড়াক । তাদের ন্যায্য অধিকার ফিরে পাক। গরিবদের ত্রাণ গরিবরা পাচ্ছে না। আমি চাই তাদের অধিকার তারা ফিরে পাক।
এসময় টয়লেটের বেইজ ডালায়ের শুভ উদ্ধোধন করেন তিনি।
এসময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন অজুখানা ও টয়লেট নির্মাণের উদ্যোক্তা হামিদ হোছাইন মানিক ও মুহাম্মদ ইয়াসিন। সামাজিক সংগঠন ব্রাইট ফিউচার এসোসিয়েশনের সদস্য মনিরুল হাসান,মুহাম্মদ আলমগীর,মনিরুল ইসলাম, শাহাদাত হোসেন সহ অনেকে।
অজুখানা ও টয়লেট নির্মাণের উদ্যোক্তা,হামিদ হোছাইন মানিক বলেন, বায়তুল মাহমুদ মসজিদের অজুখানা ও টয়লেট নির্মাণের জন্য সাড়ে তিন লক্ষ টাকা প্রয়োজন ফোরকান ভাই বিশ হাজার টাকা আমাদেরকে সহযোগীতা করেছেন। সব মিলিয়ে লক্ষাধিক জোগাড় হয়েছে আরও দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা প্রয়োজন।
সবার সামর্থ্য মত সহযোগীতা করলে দ্রুত নির্মাণ কাজ শেষ হবে। সহযোগীতা করতে চাইলে ০১৮৩৭২৩৭৬৪৩ এই নাম্বারে যোগাযোগ করে সহযোগীতা করতে পারেন।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.