ফরিদপুর প্রতিনিধিঃ আসন্ন ৮ই মে উপজেলা নির্বাচন উপলক্ষে ফরিদপুর জেলার সদর উপজেলায় ভাইস চেয়ারম্যান প্রার্থীতা পদে সদর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আশিকুর রহমান বিপ্লবের মনোনয়নপত্র দাখিল।
আজ সোমবার ১৫ই এপ্রিল বেলা ১১ টাই মনোনয়নের শেষ দিন জেলার সদর উপজেলা পরিষদে নির্বাচন কমিশনার এর কার্যালয়ে বিপ্লব এ মনোনয়ন দাখিল করেন। উপজেলা ভাইস চেয়ারম্যান পদে বিল্পব সহ মোট ৬ জন ভাইস চেয়ারম্যান প্রার্থীতা পদে মনোনয়ন দাখিল করেছেন।
মনোনয়ন দাখিলের সময় ফরিদপুর জেলা ছাত্রলীগের সভাপতি তামজিদুল রশিদ রিয়ান, সাধারণ সম্পাদক, ফাহিম আহমেদ, সাংগঠনিক সম্পাদক আফিক বিন ইসলাম অর্ক এবং সাবেক জেলা ছাত্রলীগের সভাপতি এজাজ খান সহ জেলা, পৌর ও সদর উপজেলা ছাত্রলীগের নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।
আশিকুর রহমান বিপ্লব ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউটের সাবেক সভাপতি ছিলেন, পরবর্তীতে সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি এবং জেলা ছাত্রলীগের সহ-সভাপতির দায়িত্ব সুনামের সাথে পালন করেন।
মনোনয়ন দাখিল শেষে আশিকুর রহমান বিপ্লব সাংবাদিকদের বলেন ‘আমি বিএন,পি সরকারের আমল থেকে লড়াই সংগ্রামের মাধ্যমে ছাত্রলীগের একজন কর্মী হিসাবে কাজ করেছি, ১/১১ তে ধাওয়া হামলা মামলার শিকার হয়েছি।
জেলা ছাত্রলীগের সাবেক এই সহ-সভাপতি আরো বলেন,
‘যতদিন বেচে আছি এই ফরিদপুর এবং এই জনপদের মানুষের জন্য আমি ন্যায়ের পক্ষে কাজ করে যাবো আপোষহীন ভাবে। আমি উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হলে আমার সম্মানী ভাতা আমার উপজেলার অসহায় ও দুস্থ মানুষের মাঝে আমি বিলিয়ে দিবো। একজন ভাইস চেয়ারম্যান এর যতটুকু কার্যক্ষমতা তার সবটুকু দিয়ে রাষ্ট্রনায়ক জননেত্রী শেখা হাসিনার নেতৃত্বে এই উপজেলার সকলকে সাথে নিয়ে উপজেলার মানুষের কল্যাণে কাজ করে যাবো।
পরবর্তীতে আজ সন্ধ্যা ৭টায় সাবেক এই ছাত্রলীগ নেতার উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা কেন্দ্র করে সরকারি রাজেন্দ্র কলেজ সংসদ (রুকসু) ভবনে ফরিদপুর জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক এর উপস্থিতিতে শহর ছাত্রলীগের নেতৃত্বে ২৭ টি ওয়ার্ডের নেতাকর্মীরা মুক্ত আলোচনা সভার আয়োজন করে।