তাহিরপুর,সুনামগঞ্জ প্রতিনিধিঃ ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে তাহিরপুর উপজেলা বঙ্গবন্ধু কনফারেন্স রুমে উপজেলা প্রশাসনের উদ্যোগে ঐতিহাসিক মুজিবনগর দিবস ও বাংলাদেশের স্বাধীনতা শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বুধবার (১৭ এপ্রিল) সকাল সাড়ে ১০ টায় "ঐতিহাসিক মুজিব নগর দিবস ও বাংলাদেশের স্বাধীনতা" শীর্ষক আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা পারভিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, আমিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ও ভাইস চেয়ারম্যান প্রার্থী আলমগীর খোকন, সাংগঠনিক সম্পাদক একলাছুর রহমান তারা, উপজেলা মাধ্যমিক কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা আওয়ামী লীগ সদস্য লুৎফুর রহমান লাকশাব,আব্দুল হাই কালাচান, মিজানুর রহমান, আজিজুল হক, স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক ইমরান হোসেন দ্বীপক, উপজেলা ছাত্রলীগ সভাপতি আশরাফুজ্জামান ইমন,সাংবাদিক শওকত হাসান, মনিরাজ শাহ প্রমুখ।
মুজিবনগর দিবসের তাৎপর্য তুলে ধরে উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা পারভিন বলেন, সঠিক নেতৃত্ব সঠিক পরিকল্পনা থাকায় অতি অল্প সময়ে বিশ্ব দানবদের পরাজিত করে লাল সবুজের পতাকা অর্জনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সফল হয়েছেন।যুদ্ধবিধ্বস্ত দেশে সরকার গঠন করে বিশ্বে বিরল দৃষ্টান্ত দেখিয়েছেন জাতীয় চার নেতা। আমরা শ্রদ্ধাভরে ওইসব বীরদের স্বরন করছি।
স্বাধীনতা সংগ্রামে ঐতিহাসিক মুজিবনগর সরকারের কর্মকাণ্ড ইতিহাসের পাতায় চিরস্মরণীয় হয়ে থাকবে।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.