সুজন আলী,রানীশংকৈল প্রতিনিধিঃ প্রাণিসম্পদে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ- এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল প্রাণীসম্পদ দপ্তর ও ভেটেরিনারী হাসপাতালের আয়োজনে দিনব্যাপী প্রাণি সম্পদ প্রদর্শনী/২৪ এর আয়োজন করা হয়। উপজেলার কেন্দ্রীয় হাই স্কুল মাঠে এ প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হয়।
১৮ এপ্রিল (বৃহস্পতিবার) উপজেলা প্রাণি সম্পদ দপ্তরের বাস্তবায়নে ও প্রাণিসম্পদ ডেইরী ডেভলপমেন্ট প্রজেক্ট (এনডিডিপি) প্রকল্পের আওতায় প্রদর্শনী উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইউএনও রকিবুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য ও সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হাফিজ উদ্দীন আহম্মেদ। গেষ্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংরক্ষিত আসনের সাবেক এমপি সেলিনা জাহান লিটা, আ'লীগ সভাপতি অধ্যাপক সইদুল হক, পৌর মেয়র মোস্তাফিজুর রহমান, (ওসি) সোহেল রানা, প্রেসক্লাব সভাপতি মোবারক আলী, আনোয়ারুল ইসলাম, জাতীয় পাটির যুগ্ন সম্পাদক আবু তাহের। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ সাইদুর রহমান।
আলোচনা শেষে আমন্ত্রিত অতিথিবৃন্দ মেলার স্টল গুলি পরিদর্শন করেন।
এবারের মেলায় উন্নত জাতের পশু পাখির ৫০টি স্টল বসে।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.