মাসুম বিল্লাহ,বগুড়া প্রতিনিধিঃ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী-২০২৪ এর জাতীয়ভাবে উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রানিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) প্রাণিসম্পদ অধিদপ্তর মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রাণালয় এর সহযোগিতায়, উপজেলা প্রাণি সম্পদ দপ্তরের আয়োজনে ও উপজেলা প্রানিসম্পদ কর্মকর্তা মোছা: রেহানা খাতুনের তত্বাবধানে ১৮ এপ্রিল বৃহস্পতিবার সকাল ১১ টায় শেরপুর উপজেলা প্রাণিসম্পদ মুক্তমঞ্চে উপজেলা প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন হয়। এ প্রদর্শনীর স্থানীয়ভাবে উদ্বোধন করেন বগুড়া-৫ শেরপুর-ধুনট নির্বাচনী এলাকার জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মজিবর রহমান মজনু।
উপজেলা নির্বাহী অফিসার মো. সুমন জিহাদীর সভাপতিত্বে ও এলডিডি প্রকল্পে নিয়োজিত ডা. মোকরেমা আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, শেরপুর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহ জামাল সিরাজী, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব সাইফুল বারী ডাবলু, সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ। এছাড়াও উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোছা: ফারজানা আক্তার, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শারমিন আক্তার, উপ-পুলিশ পরিদর্শক(এসআই) শাহাদৎ হোসেন, গণমাধ্যকর্মী, খামারী ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
উপজেলা প্রাণী সম্পদ দপ্তর চত্ত্বরে প্রদর্শনীতে ২৪টি স্টল পরিদর্শন করেন প্রধান অতিথি সাংসদ আলহাজ্ব মজিবর রহমান মজনু, উপজেলা নির্বাহী অফিসার সুমন জিহাদীসহ অন্যান্য অতিথিবৃন্দরা। তবে প্রদর্শনীর একদিনের হলেও প্রাণিসম্পদের সেবা সপ্তাহ কার্যক্রম আগামী ২২ এপ্রিল পর্যন্ত চলবে বলে জানান সংশ্লিষ্ট দপ্তর।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.