উপজেলা প্রতিনিধিঃ রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর থান্দারপাড়া গ্রামের বিধবা নারীর বস্তা বন্দী লাশ উদ্ধারের রহস্য উন্মোচন করেছে পুঠিয়া থানা পুলিশ।
গত কয়েকদিন আগে বেদেনা বেওয়া (৬০) নামের এক বিধবা নারী হত্যাকান্ডের শিকার হয় ওই ঘটনায় তার নিজ ছেলের বৌ কনিকা খাতুন (২৯) ও নাতনি কথা খাতুন (১৪) গ্রেপ্তার করে পুঠিয়া থানা পুলিশ, পারিবারিক কলহের জেরে হত্যাকান্ড হয়ে থাকতে পারে বলে ধারণা করছেন ওসি সাইদুর রহমান।
জানা জায় যে, গত বুধবার (৯ এপ্রিল) উপজেলার বানেশ্বর ইউনিয়নের থান্দারপাড়া গ্রামের বেদেনা বেওয়া নিখোঁজ হন, নিখোঁজের পরেই চার দিন পর (১২ এপ্রিল) শুক্রবার বিকেলে এক পারিবারিক কবরস্থান থেকে তার বস্তা বন্দী ক্ষতবিক্ষত অর্ধ গলিত লাশ উদ্ধার করে থানা পুলিশ। পরে নিখোঁজ বেদেনার পরিবার তার পরিচয় শনাক্ত করেন।
মরা দেহ উদ্ধারের পর তার ছেলে রিপন আলী বাদী হয়ে পুঠিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
পুঠিয়া থানা পুলিশ ও পিবিআই রাজশাহী জেলার একটি টিম মামলা গ্রহনের ২৪ ঘন্টার মধ্যে হত্যাকান্ডের সাথে জড়িত নিহত বেদেনার ছেলের বৌ কনিকা ও নাতনি কথা খাতুনকে গ্রেফতার করে।
আরো জানা যায় বেদেনা বেওয়া বানেশ্বর বাজারের ডাক্তার মিজানের বাড়িতে কাজ করে দুপুরের খাবার নিয়ে বাড়ি ফিরতেন।
তার ছেলের দ্বিতীয় স্ত্রী কনিকার সাথে সাংসারি বিভিন্ন বিষয় নিয়ে বনিবনা না হওয়ায় বেদেনা বেওয়া নিজের মত করে চলতেন,এক সূত্রে জানা যায় নিহতের নিজ ছেলের মেয়ে কথা খাতুন (১৪) খাবারের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে খাইয়ে দেয়, ফলে বেদেনা বেওয়া ঘুম এসে যায়, পরে নিহত বেদেনার ছেলের বৌ কনিকা খাটের সাথে দুই হাত ওড়না দিয়ে বেঁধে বালিশ চাপা দিয়ে হত্যা করার পর অপর সহযোগির মাধ্যমে বেদেনার মরদেহ বস্তাবন্দি করে বাড়ির পাশের কবরস্থানে ফেলে দেয়।
শুক্রবার দুপুরে মরদেহের দুর্গন্ধ পেয়ে স্থানীয়রা কবর স্থানে গিয়ে বস্তাবন্দী মরদেহ দেখতে পেয়ে পুঠিয়া থানা পুলিশকে খবর দেয়,পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
এ ব্যাপারে পুঠিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুর রহমান জানান, হত্যাকান্ডের রহস্য উন্মোচিত হয়েছে, আটকৃতরা আদালতে হত্যাকান্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে,অপর সহযোগিকে আটকের চেষ্টা চলছে।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.