হাসান ফরাজী,ভোলাঃ দেশব্যাপী তীব্র তাপপ্রবাহের কারণে ভোলা পুলিশ সুপার মোঃ মাহিদুজ্জামান বিপিএম এর নির্দেশনামতে বোরহানউদ্দিন থানার মোড়ে বোরহানউদ্দিন থানার পক্ষ থেকে সাধারণ জনগণ, পথচারী, রিকশাচালকসহ বিভিন্ন পেশার মানুষের মধ্যে পানি ও খাবার স্যালাইন বিতরণ করা হয়।
বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাহীন ফকির বিপিএম, এসআই মোঃ রোহান সহ অন্য কর্মকর্তারা উপস্থিত থেকে পানি ও স্যালাইন বিতরণ করেন এবং তীব্র তাপপ্রবাহের সময় করণীয় সম্পর্কে সাধারণ জনগণকে সচেতনতামূলক পরামর্শ দেন।
এসময় অফিসার্স ইনচার্জ শাহীন ফকির বিপিএম বলেন, দেশব্যাপী তীব্র তাপপ্রবাহের কারণে অনেক মানুষ হিটস্ট্রোক করছেন, মানুষ যাতে হিটস্ট্রোক না করেন সেই লক্ষে ভোলা পুলিশ সুপার মোঃ মাহিদুজ্জামান এর নির্দেশ কর্মে তীব্র তাপপ্রবাহের সময় করণীয় সম্পর্কে সাধারণ জনগণকে সচেতনতামূলক পরামর্শ দিচ্ছি। পথচারীদের মধ্যে খাবার স্যালাইন ও পানি বিতরণ করছি।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.