সুজন আলী,রানীশংকৈল প্রতিনিধিঃ প্রচণ্ড দাবদাহ থেকে মুক্তি পেতে ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে বৃষ্টির জন্য সালাতুল ‘ইস্তিসকার’ নামাজ ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকাল ১০টায় উপজেলার নেকমরদ সরকারি বঙ্গবন্ধু ডিগ্রী কলেজ মাঠে এ নামাজ অনুষ্ঠিত হয়। নামাজে ইমামতি করেন নেকমরদ বাজার কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মুফতি মাসুম বিল্লাহ। নামাজে আলেম উলেমারা সহ বিভিন্ন স্থান থেকে আগত মুসল্লিরা অংশ নেন।
নামাজে অংশ নেয়া কয়েকজন মুসুল্লি জানান, টানা কয়েক দিনের প্রচণ্ড দাবদাহে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। প্রখর রোদের কারণে জীবিকা নির্বাহের তাগিদে বাইরে বের হতে পারছে না অনেক মানুষ। এ কারণে বৃষ্টি চেয়ে আল্লাহর দরবারে দুই রাকাত নামাজ আদায় করা হয়। মূলত এটি সুন্নতি আমল। নামাজ শেষে আল্লাহর দরবারে বৃষ্টির জন্য দোয়া কামনা করা হয়। দোয়া পরিচালনা করেন নেকমরদ পুরাতন গরুহাটি মসজিদের ইমাম মাওলানা ওয়ালিল্লাহ সাহেব।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.